তালিবান যোগাযোগে আমেরিকা, জানালেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা
খায়রুল আনাম, ২৪ আগস্ট ,
গত ১৫ আগস্ট আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার পর্ব শুরু করে দেওয়ায় আফগানিস্তানের দখল নেয় তালিবান। এখনও কাবুল বিমানবন্দর সহ বেশকিছু জায়গায় মার্কিন সেনা সহ নাগরিকরা আছে।ঠিক এইরকম পরিস্থিতিতে তালিবানরা আমেরিকা কে হুশিয়ারি দিয়ে রেখেছে – আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে পুরোপুরি মার্কিন সেনা না সরালে পরিণতি ভালো হবেনা।ঠিক এহেন পেক্ষাপটে আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান সাংবাদিক সম্মেলন করে জানালেন -‘ তালিবানদের সাথে প্রতিনিয়ত আলোচনা চলছে আমেরিকার। এখন আমাদের মূল উদ্দেশ্য মার্কিনীদের আফগানিস্তান থেকে দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনা।রাজনৈতিক ও নিরাপত্তা স্তরে আমরা প্রতিনিয়ত তালিবানদের সাথে কথা বলছি।কি ব্যাপারে আলোচনা হয়েছে। তা এখন জানানো সম্ভব নয়।তবে এইটুকু বলতে পারি একাধিক বিষয়ে দুপক্ষের কথা হয়েছে ‘। অপরদিকে উত্তর আফগানিস্তানের ৩ টি জেলা পুন দখল নিয়েছে তালিবান। এগুলি নর্দান এলায়েন্স দখল করেছিল।পঞ্জশির এলাকা ঘিরে রেখেছে তালিবান যোদ্ধারা।তিনশোর বেশি তালিবান মারা গেছে বলে একাধিক সংবাদমাধ্যমের দাবি।