তালিবান কবলে থাকা সাংবাদিকের ভুয়ো মৃত্যুর খবর
মোল্লা শফিকুল ইসলাম দুলাল ,
আফগানিস্তানে তালিবান দখলের পর থেকেই অশান্ত খবরে তোলপাড় হচ্ছে গোটা দেশ।ঠিক এইরকম পরিস্থিতিতে এক সাংবাদিকের ভুয়ো মৃত্যুর খবর নিয়ে চাঞ্চল ছড়ালো দেশের রাজধানী কাবুলে।সংশ্লিষ্ট সংবাদমাধ্যম প্রথমে টুইট করে তাদের সাংবাদিকের মৃত্যুর খবর প্রকাশ্যে আনে।এরপর ওই সাংবাদিক নিজেই টুইট করে জানান – তিনি জীবিত, তবে হামলার শিকার হয়েছিলেন। আফগানিস্তানের টোলো নিউজের সাংবাদিকের ভুয়ো মৃত্যু ঘিরে বিতর্ক তৈরি হয় সংশ্লিষ্ট সংবাদমাধ্যম টুইট করে জানায় – ‘ তাদের সাংবাদিক জিয়ার ইয়াদ খান কে খুন করেছে তালিবান ‘। এর সামান্য সময় পর ওই ‘মৃত’ সাংবাদিক নিজেই টুইট করে জানান – ‘তালিবান হামলা হয়েছিল ঠিকই,কিন্তু তিনি বেঁচে আছেন। কাবুলের নিউ সিটি এলাকায় সংবাদ সংগ্রহে গিয়েছিলাম।তখনি তালিবান আমাকে মারধর করে। ক্যামেরা ভেঙ্গে দেয়।ছিনিয়ে নেওয়া হয় মোবাইল। বেঁধে মারধর করা হয়েছিল।তখনি আমার মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়েছিল’।