তালিবান আতঙ্কে মহিলা বিচারকেরা
গোপাল দেবনাথ ,
প্রায় তিন সপ্তাহ হতে চললো আফগানিস্তান দখলে তালিবান আসার। গত ১৫ আগস্ট তালিবানরা কাবুল দখল করার পরেই বেশ কয়েকটি জেল থেকে হাজার হাজার বন্দিদের মুক্তি দেয়।এদের মধ্যে তালিবান জঙ্গিরাও ছিল।যেসব মহিলা বিচারক তালিবানদের আইন মেনে বিচার করেছেন। এখন তাদের খুজছে জেল ফেরত তালিবানরা।দাক্ষিণ্যের জেল থেকে এইরকম তালিবান জঙ্গিদের টার্গেট এখন মহিলা বিচারকেরা।২৫০ জন মহিলা বিচারক রয়েছেন আফগানিস্তানে।এদের একাংশ গত ১৫ ই আগস্টের পর দেশ ছেড়েছেন। অনেকেই দেশ ছেড়ে পালাতে চাইছেন। যারা এখনও দেশ ছেড়ে পালাতে পারেননি, তাদের আতঙ্ক বাড়িয়েছে তালিবান। কেননা তালিবানরা মহিলাদের শরিয়ত আইনে বাস্তবমুখী স্বাধীনতার বিরুদ্ধে। ইতিমধ্যেই গত জানুয়ারিতে দুজন সুপ্রিম কোর্টের মহিলা বিচারপতি খুন হয়েছিলেন।