তালডাংরার নিকট বাইক ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত এক ব্যাংক কর্মী।


সাধন মন্ডল বাঁকুড়া:—- সোমবার সকালে বাঁকুড়া ঝাড়গ্রাম ন’নম্বর রাজ্য সড়কের তালডাংরার চাঁইপুর যাত্রী প্রতীক্ষালয়ের নিকটের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাঁকুড়ার রাইপুরের বাসিন্দা পেশায় বেসরকারী ব্যাংকের কর্মী ২৯ বছরের সৌম্যদীপ কুন্ডু নিজের বাইক নিয়ে বাঁকুড়ার দিকে যাচ্ছিলেন। সেই সময় বাঁকুড়া থেকে সিমলাপালের দিকে আসা একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় সৌম্যদীপ কুন্ডুর বাইকের। ঘটনায় রাস্তার উপর ছিটকে পড়ে বাইক চালক। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তালডাংরা থানার পুলিশ। পুলিশ ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বাইক চালক সৌম্যদীপকে উদ্ধার করে তালডাংরা গ্রামীণ হাসপাতালে পাঠায়। চিকিৎসক দেহ পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। অন্যদিকে ঘাতক লরি সহ চালককে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে তালডাংরা থানার পুলিশ। মৃতের মামা সুবোধ নাদ বলেন খুব ভালো ছেলে ছিল সৌম্যদীপ ।পানাগড়ের একটি বেসরকারি ব্যাংকে কাজ করতো। আজ কাজে যোগ দিতেই সে মোটরবাইকে করে পানাগড়ে যাচ্ছিল মাঝ রাস্তায় তালডাংরার কাছে দুর্ঘটনাটি ঘটে যায়। স্থানীয় সূত্রে জানা যায় সকালে কুয়াশা থাকা কারণে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে যায়।

Leave a Reply