Spread the love

সাধন মন্ডল,

সব জল্পনার অবসান ঘটিয়ে শেষ হাসি হাসলেন তালডাংরা য় জেলা পরিষদের জয়ী প্রার্থী অনুসূয়া রায় । উল্লেখ্য বাঁকুড়া আজ জেলা পরিষদের সভাধিপতি হিসেবে শপথ গ্রহণ করলেন তিনি। অন্যান্য সদস্য ও সদস্যারা জেলা পরিষদের শপথ গ্রহণের আগে অনুসূয়া রায় সতীঘাটে হনুমান মন্দিরে পুজো দেন তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন ভগবানের কাছে ভিক্ষে চাইলাম যেন আগামী পাঁচ বছর আমি মানুষের জন্য কিছু কাজ করতে পারি এবং মানুষের মনে জায়গা করে নিতে পারি । মানুষ আমাকে প্রাণভরে ভালোবেসে দুহাত ভরে তাদের ভোট তুলে দিয়েছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ।উল্লেখ থাকে যে অনুসূয়া রায় গত পাঁচ বছর তালডাংরা পঞ্চায়েত সমিতির সভাপতির পদ দক্ষতার সাথে পালন করেছেন। তাছাড়া তিনি তার আগে গ্রাম পঞ্চায়েতের প্রধান পদ সামলিয়েছেন দক্ষতার সাথে। ত্রিস্তর পঞ্চায়েতের তিনটি স্তরেই তিনি পদ অলংকৃত করলেন প্রথম জীবনে প্রধান দ্বিতীয় ধাপে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং তৃতীয় ধাপে অর্থাৎ আজ শপথ নিলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি হিসাবে। অনুসূয়া রায় সভাধিপতি হওয়া য় খুশির হাওয়া, তালডাংরা ব্লক জুড়ে। এখানে দলীয় কর্মীরা আবেগে উৎসাহেএকে অপরের মুখে মিষ্টি তুলে দেন। উল্লেখ থাকে যে অনুসূয়া রায় হলেন তালডাংরা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শঙ্কু রায়ের স্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *