সুভাষ মজুমদার,
তারকেশ্বর থানা রোডে অবস্থিত শ্রী তোতাপুরি রামকৃষ্ণ আশ্রম এর পক্ষ ভক্তদের হাতে তুলে দেওয়া শারদ উৎসবের উপহার।
রবিবার শ্রী তোতাপুরি রামকৃষ্ণ আশ্রম এর পক্ষ প্রায় একশো জন মহিলা ভক্তদের হাতে শারদ উৎসবের উপহার হিসেবে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র।
সমস্ত অনুষ্ঠান টি আয়োজন করেন শ্রী তোতাপুরী রামকৃষ্ণ আশ্রমের মহারাজ স্বামী কাশিকানন্দজী ।