তারকা খচিত টলি স্টার অ্যাওয়ার্ড। সাফল্যের শিরোপা পেল।

গত ২২ সেপ্টেম্বর কোলকাতার এক বিলাসবহুল রিসর্টে অনুষ্ঠিত হয়ে গেল ভিক্স ভেঞ্চার প্রোডাকশনের “টলি স্টার অ্যাওয়ার্ড”, সিজন-১!! শো এর মূল উদ‍্যোক্তা ছিলেন সৌভিক মান্না, অনুষ্ঠানে সহায়তায় ছিলেন পরিচালক অয়ন সেনগুপ্ত।
শো এর ক্রিয়েটিভ ও বিশেষ সহযোগীতায় ছিলেন সৌমি দত্ত, ফাউন্ডার অফ কানেকশন কো!!
এক কথায় বলতে গেলে ঐ রিসর্টে নেমে আসে চাঁদের হাট!! বড় ও ছোট পর্দার নামী দামি তারকাদের সমাগমে অনুষ্ঠান হয়ে ওঠে জমজমাট।
অভিনেতা সাহেব ভট্টাচার্য, ভাস্বর চট্টোপাধ্যায়, অভিষেক বসু,আর্য দাশগুপ্ত, দিব‍্যজ‍্যোতি দত্ত, রোহন ভট্টাচার্য,রাহুল দেব বোস পুরস্কারের মঞ্চ ছিল জমজমাট!!উপস্থিত ছিলেন বনি সেনগুপ্ত, জন ভট্টাচার্য,অরিন্দ‍্য ব‍্যনার্জীর মত প্রথম সারির অভিনেতারা
অন‍্যদিকে অভিনেত্রীদের গ্ল্যামারও কম ছিল না!!
অভিনেত্রী স্বস্তিকা দত্ত, রোশনি ভট্টাচার্য, পল্লবী শর্মা, অঙ্কিতা মল্লিক, সুস্মিতা দে, অর্পিতা মুখার্জি, মিশমি দাস, রূপসা চক্রবর্তী,দেবাদৃতা বসু, মানসী সেনগুপ্ত ডোনা সাহা সহ আরোও অনেকে!! একদিকে যেমন সিনিয়র আর্টিস্টরা ছিলেন, তেমনি অনুষ্ঠানে বড় চমক ছিল নতুনরা যেমন দিব‍্যানি মন্ডল!! তবে মন কেড়ে নেয় ছোট্ট মিহি অর্থাৎ রাধিকা কর্মকার, যাকে আজ পুরস্কৃত করা হয়!! পুরস্কৃত করা হয় বিখ‍্যাত সঙ্গীত শিল্পী শ্রীমতি পৌষালী ব‍্যানার্জীকেও। অসাধারণ এক অ‍্যাওয়ার্ড শো এক জমজমাট সন্ধ‍্যে দেখতে পেল কলকাতাবাসী।
শো এর মাঝেই তারকা শ্রী বনি সেনগুপ্তর হাত ধরে লঞ্চিং হয় “বালিগঞ্জ স্টুডিও”র যেখানে আগামী দিনের তারকাদের গ্রুমিং করা হয়!!
শো শেষে আয়োজক শ্রী সৌভিক মান্না কৃতজ্ঞতা প্রকাশ করেন সকলের কাছে টলিস্টার অ‍্যাওয়ার্ডকে সুষ্ট ভাবে সম্পন্ন করার জন‍্য!!! দিনের শেষে শ্রী মান্না কৃতজ্ঞ তাঁর জুড়ি সদস‍্য, সকল স্পনসর, মিডিয়া পার্টনার, তার টীমের কাছে,,যারা না থাকলে টলি স্টার অ‍্যাওয়ার্ড সম্ভব হয় হতো না!!
শো এর শেষেও আনন্দের রেশ থেকে যায় সকলের মনে!!পুজোর আগেই বেজে ওঠে “আসছে বছর আবার হবে” র সুর!!!

Leave a Reply