তফসিলি জাতি, তফসিলি উপজাতি, ওবিসি এবং মাইনোরিটি সমূহের সাংবিধানিক অধিকার ও আইনি বিষয়ক সেমিনার, সিউড়ি কলেজে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
তপশিলী জাতি, তফশিলি উপজাতি, অনগ্রসর এবং সংখ্যালঘুদের জন্য কি কি আইন প্রনয়ণ হয়েছে এবং কি ভাবেই বা সেগুলো সহজ সরল পথে পাওয়া যেতে পারে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার সিউড়ি বিদ্যাসাগর কলেজে। উদ্যোক্তা হিসেবে ছিলেন বিদ্যাসাগর কলেজের ইকুয়াল অপারচুনেটি সেল। অনুষ্ঠানে স্থানীয় কলেজের এনসিসি বিভাগ সহ অন্যান্য বিভাগের পড়ুয়ারা এদিন সেমিনারে অংশগ্রহণ করে। আলোচনা সাপেক্ষে উক্ত আইনি সম্পর্কিত বিভিন্ন তথ্য পড়ুয়াদের সম্মুখে তুলে ধরা হয়। অনেকেই আগ্রহ সহকারে বেশ কিছু প্রশ্ন ছুড়ে দেয় আলোচকদের সামনে।প্রশ্নের উত্তর দেওয়া হয় খুব সহজসরল ভাবে। যাহা সকলের মনঃপুত হয় বলে শিক্ষার্থীদের অভিমত। অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব ও জজ নীরুপমা দাস ভৌমিক, সিউড়ি বিদ্যাসাগর কলেজের প্রিন্সিপ্যাল ডঃ তপন কুমার পরিচ্ছা, পার্শ্ব আইনি সহায়ক মহম্মদ রফিক সহ বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ। একান্ত সাক্ষাৎকারে সিউড়ি বিদ্যাসাগর কলেজের প্রিন্সিপ্যাল ডঃ তপন কুমার পরিচ্ছা বলেন আমরা সবাই যাতে হাতে হাত মিলিয়ে সংবিধান যে অধিকার দিয়েছে সে সমস্ত অধিকার গুলো ভোগ করা বা আদায় করার জন্য যে সচেতনতা দরকার সেটা হয়তো আমাদের সবার কাছে সমান ছিল না। আলোচনার মাধ্যমে সে বিষয়ে জানলো সকলেই। তাদের সাংবিধানিক অধিকার কোনো রকম ক্ষুণ্ন হলে কি ভাবে আইনি অধিকার পেতে পারে এবং অর্থনৈতিক ভাবে যারা দূর্বল তাদের জন্য বিনামূল্যে যে আইনি পরিষেবা চালু রয়েছে সেবিষয়ে ও পরিস্কার ধ্যান ধারণা অর্জন করলো ছাত্র ছাত্রীরা।