Spread the love

“তপশিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র” গেঁটেগোড়ি, পলাশী,

ধনিয়াখালি, হুগলী, ৭১২৩০৩ (প: ব:) সংস্থার সম্পাদক মাননীয় সৌমেন কোলে মহাশয়। এই সংস্থার কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই যে প্রজেক্টগুলি আছে যেমন – পোল্ট্রি ফার্মিং, করকনাথ চিকেন, সোনালী চিকেন, দেশী চিকেন উল্লেখ্যযোগ্য । মৎস্যচাষ, লাক্ষা চাষ, মিশ্র কৃষিকাজ বিশেষভাবে উল্লেখযোগ্য । এছাড়াও সংস্থার নিজস্ব কেঁচোসার বা জৈব সারটিও বিশেষভাবে উল্লেখযোগ্য । এই প্রজেক্টগুলি চলার ফলে এলাকার অনেক মানুষ কাজ পেয়েছেন । অর্থাৎ অনেক মানুষের কর্মংস্থান হয়েছে । এর পাশাপাশি সংস্থার সাথে যুক্ত কর্মীদের ভবিষ্যত খুব শীঘ্রই পাকা হয়ে যাবে । অর্থাৎ দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটবে । এর ফলে সংস্থার কর্মীরা সরকারিভাবে তাদের প্রাপ্য পেতে শুরু করবেন । গত ৩০.১১.২০২২ তারিখে সংস্থার সংগঠকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয় । এছাড়াও ০৩.১২.২০২২ তারিখে সংস্থার কোর টিমের সাথে প্রশাসনিক স্তরে গুরত্বপূর্ন বৈঠক হয় । এই বৈঠকের মাধ্যমে সমস্ত কিছু প্রশাসনিক কর্তারা অবগত করেন । এখন শুধু সংস্থার কর্মীদের আর অল্প একটুখানি ধৈর্য ধরে অপেক্ষা করা ও নিজেদের প্রতি বিশ্বাস ও আস্থা রাখা খুবই প্রয়োজন । এর আগে সংগঠকদের মাধ্যমে যে বার্তা দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে কিন্তু সমস্ত প্রক্রিয়াকরন সম্পন্ন হবে । বিশেষ সূত্রে পাওয়া খবর অনুযায়ী এটাই সত্য ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *