তদন্তে নিয়ে ফের চুরি যাওয়া ২ টি মোটর বাইক উদ্ধার, দুবরাজপুর থানায়

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- মোটরবাইক চুরির কিনারার খবরের ৪৮ ঘন্টা কাটতে না কাটতেই ফের ২ টি মোটর বাইক উদ্ধার করল বীরভূম জেলার দুবরাজপুর থানার পুলিশ। উল্লেখ্য গত ২৪ নভেম্বর, বৃহস্পতিবার দুবরাজপুর থানার পুলিশ ক্রেতা সেজে বাইক চুরি চক্রের পান্ডা মনিমোহন দাসকে তরুলিয়া মোড় থেকে হাতেনাতে পাকড়াও করেছিল পুলিশ। তাঁর বাড়ি দুবরাজপুর পৌরসভার লালবাজার এলাকায়। তাঁকে জিজ্ঞাসাবাদ করার পর ৮ টি মোটর বাইক উদ্ধার করে পুলিশ। ধৃতকে ২৫ নভেম্বর, শুক্রবার দুবরাজপুর আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে বিচারক ৫ দিনের পুলিশী হেফাজতে রাখার নির্দেশ দেন। তারপর দুবরাজপুর থানার পুলিশ ফের তদন্তে নেমে এবং ধৃতকে জেরা করে তাঁরই বাড়ি থেকে আরও দুটি চুরি যাওয়া বাইক উদ্ধার করে। উল্লেখ্য, ধৃত মনিমোহন দাসকে আগেও বাইক চুরির ঘটনায় গ্রেপ্তার করেছে পুলিশ।

Leave a Reply