খায়রুল আনাম,

বীরভূম : বিশ্বভারতীর পাঠবনের অধ্যক্ষার পদ থেকে সরিয়ে দেওয়া হলো বোধিরূপা সিংহকে। ওই পদে নিয়ে আসা হয়েছে পাঠভবনের ইংরেজির অধ্যাপক সুরজিৎ সেনকে। চাকরিতে যোগদানের সময় বোধিরূপা সিংহ বেশকিছু তথ্য গোপন করে বা আবেদনপত্রে উল্লেখ না করে চাকরিতে যোগদান করেছিলেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে তদন্তের কাজও শুরু হচ্ছে। আর সে কারণেই বোধিরূপা সিংহকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

Leave a Reply