ড. অগাস্টিন ক্রুজকে নাগরিক সম্বর্ধনা প্রদান করলো জলঙ্গির রায়পাড়া মিলন সংঘ
দীপঙ্কর সমাদ্দার: গত ৪ এপ্রিল ২০২৫ মূর্শিদাবাদের জলঙ্গি ব্লকের পদ্মা ভবনে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে সমাজসেবা মূলক কাজের সঙ্গে যুক্ত বিশিষ্ট কবি এবং শিক্ষাবিদ ড. অগাষ্টিন ক্রুজ কে জীবনকৃতি সম্মাননা প্রদান করলো জলঙ্গির রায়পাড়া মিলন সংঘ। বিগত ছয় দশকের বেশি সময় ধরে সম্পাদক মনোজ কুমার রায়ের নেতৃত্বে এই সংগঠন জলঙ্গি ব্লকের চাহিদা সম্পন্ন মানুষদের মধ্যে শিক্ষার প্রসার এবং স্বাস্থ্য পরিষেবা প্রদান, সৌর বিদ্যুৎ এর ব্যবস্থা, ভাঙন বিধ্বস্ত মানুষদের মধ্যে খাদ্য,বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থা করার কাজে নিয়োজিত। ড. ক্রূজ এবং তার স্ত্রী কে সংগঠনের পক্ষ থেকে সম্বর্ধনা প্রদান করেন মনোজ কুমার রায়। বিশেষ সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঙ্গি ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক রাকিবুল হক, অগ্নিবীণা সংস্থার কর্ণধার রবীন মুখার্জি ও মানকর কলেজের অধ্যাপক ড প্রবীর কুমার পাল। কবি ক্রূজের কবিতা পাঠ করেন আকাশ নীল ভট্টাচার্য। এলাকার বিশিষ্ট কবি সোহিনী সরকারকে এই সভায় বিশেষ সম্মাননা প্রদান করা হয়। মূর্শিদাবাদের বিভিন্ন অঞ্চলের প্রায় পনেরো জন বিশিষ্ট কবি নিজেদের লেখা কবিতা পাঠ করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংস্হার সভাপতি কৃশানু ভট্টাচার্য্য।
পরের দিন ড. ক্রুজ এবং আমন্ত্রিত অতিথিরা সংগঠনের নওদাপাড়া তে অবস্থিত অভেদ ই স্কুল ও চকচৈতন গ্রামের আদিবাসী মল্লিক পাড়ায় শ্রীরামকৃষ্ণ শিক্ষা নিকেতন এর কাজকর্ম পরিদর্শন করেন। প্রত্যন্ত অঞ্চলের মানুষের মধ্যে সঠিক সেবার কাজ পরিচালনার জন্য তারা সংগঠনের ভূয়সী প্রশংসা করেন।