ডেউচা-পাচামি কোল ব্লকের কাজের গতিবিধি পর্যবেক্ষণ ও প্রশাসনিক বৈঠকে উপস্থিত রাজ্যের মুখ্যসচিব

সেখ রিয়াজুদ্দিন বীরভূম
বীরভূম জেলায় গুরুত্বপূর্ণ প্রশাসনিক সফরে এলেন রাজ্যের মুখ্যসচিব। তাঁকে স্বাগত জানাতে বোলপুর স্টেশনে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের এডিজি (পশ্চিমাঞ্চল) অশোক প্রসাদ, ডিআইজি বর্ধমান রেঞ্জ শ্যাম সিংহ, এবং জেলা পুলিশ সুপার রাজ নারায়ণ মুখোপাধ্যায় সহ পুলিশের শীর্ষ কর্মকর্তারা। ট্রেন সহযোগে
বোলপুর স্টেশনে নামার পর মুখ্যসচিব সিউড়ির উদ্দেশ্যে রওনা হন। সেখান থেকে ডেউচা পাঁচামি কয়লাখনি প্রকল্প এলাকা পরিদর্শনের পাশাপাশি মহম্মদবাজারের বিডিও অফিসে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থের তত্ত্বাবধানে উচ্চপর্যায়ের একটি বৈঠক হয়। এই সফরকে কেন্দ্র করে উন্নয়ন সংক্রান্ত পরিকল্পনা এবং কয়লাখনি প্রকল্পের অগ্রগতির বিষয়ে আলোচনা করা হয়। উল্লেখ্য গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি প্রসাশনিক মিটিং থেকে সরাসরি বীরভূম জেলা শাসকের উপর ক্ষুব্ধ হয়ে ওঠেন।বীরভূম জেলা শাসক, কয়েকটা থানার আইসি,বালি পাচার থেকে শুরু করে ডেউচা পাচামি র কাজের বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন। বীরভূম আগে যে গতিতে কাজ শুরু হয়েছিল সেখানে কি এমন হলো যে সেখানে বেশি করে বালি পাচার হচ্ছে। এমনকি ডেউচা পাচামি তে কেউকেউ কি করছে কার ইঙ্গিতে করছে সব নজর আছে। বীরভূম নিয়ে আগে যতটা খুশি ছিলাম এখন ততটা নয়। সেই মিটিং থেকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন আগামীকাল অর্থাৎ শুক্রবার রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ জেলা সফরে তথা ডেউচা পাচামি পরিদর্শনে যাচ্ছেন। সেই প্রেক্ষিতে শুক্রবার রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ এর ডেউচা পাচামি পরিদর্শন। সেইসাথে এলাকায় প্রশাসনিক মিটিং করে কাজের গতিবিধি সহ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেন। মিটিং এ উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ,পিডিসিএল-এর ম্যানেজিং ডিরেক্টর পিবি সেলিম, রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ ডঃ আশিষ বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার তৃণমূল কংগ্রেস সাংসদ সামিরুল ইসলাম, বীরভূম জেলাশাসক বিধান রায়, জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল হক ওরফে কাজল শেখ, অতিরিক্ত জেলাশাসক, বিডিও, বিএলআরও সহ সরকারি অন্যান্য অফিসাররা ৷ এছাড়াও ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, এডিজি (পশ্চিমাঞ্চল) অশোক কুমার প্রসাদ, ডিআইজি (বর্ধমান রেঞ্জ) শ্যাম সিং, বীরভূমের জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়-সহ অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসপি, আইসি, ওসিরাও হাজির ছিলেন বৈঠকে । মিটিং শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ বলেন যে – মাইনিং এর কাজ যাতে তাড়াতাড়ি শুরু করা যায় সে বিষয়ে রিভিউ করা হয়। ৩২৬ একর জমি চিহ্নিত হয়েছে । কিছু দিনের মধ্যে বাকি কাজগুলো শুরু হয়ে যাবে। আন্ডার গ্রাউন্ড মাইনিং এর যে প্রস্তুতি আছে সেটাও শুরু করা হবে। খুব সুন্দর ভাবে সকলকে নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে।

Leave a Reply