ডিভিশন বেঞ্চে জামিনের আবেদনের মাঝেই হোঁচট খেলেন সুবীরেশ, ৫ দিনের সিবিআই হেফাজতে
মোল্লা জসিমউদ্দিন,
প্রাক্তন এসএসসির কর্তা সুবীরেশ ভট্টাচার্য কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে জামিনের আবেদন জানিয়েছিলেন চলতি সপ্তাহে। ওই মামলায় সিবিআইয়ের তদন্ত রিপোর্ট সহ অভিযুক্ত সুবীরেশ ভট্টাচার্য নিয়ে বিশদ তথ্য তলব করে থাকে ডিভিশন বেঞ্চ।এরেই মধ্যে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ আলিপুর সিবিআই এজলাসে সুবীরেশ কে দশ দিনের সময়সীমা বেঁধে কেন পেশ করার নির্দেশ দিয়েছে, তা নিয়ে আলিপুর আদালতে জেলাজজ এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর কাছে রিপোর্ট তলব করে। একপ্রকার বাধ্য হয়েই শনিবার আলিপুর আদালতে সিবিআই এজলাসে পেশ করা হয় সুবীরেশ ভট্টাচার্য কে। এদিন গ্রুপ সি মামলায় ধৃতের ৫ দিনের সিবিআই হেফাজতে রাখার নির্দেশ করে সিবিআই এজলাস। অর্থাৎ ডিভিশন বেঞ্চে সুবীরেশ ভট্টাচার্য এর জামিনে দেখা গেল চরম অনিশ্চয়তার কালো মেঘ।নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন কর্তা সুবীরেশ ভট্টাচার্য । এবার এসএসসি গ্রুপ সি নিয়োগ মামলায় সিবিআই হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত।উল্লেখ্য এর আগে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই হেফাজতে ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য।শনিবার গ্রুপ সি মামলায় নিজেদের হেফাজতে চেয়ে আলিপুরের বিশেষ আদালতে আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই আবেদন মতোই ৫ দিন সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।এদিকে গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এসএসসি নিয়োগ মামলায় জামিনের আবেদন করেছিলেন সুবিরেশ। দীর্ঘ সওয়াল জবাবের পর এই বিষয় নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে রিপোর্ট চেয়েছে হাইকোর্ট। সিবিআই সেদিন আদালতে জানিয়েছিল,-‘ গ্রুপ সি মামলায় সুবীরেশকে হেফাজতে নিতে চেয়ে তাঁরা আলিপুর আদালতে পৃথক আবেদন করেছে’।এদিকে গত শুক্রবার একটি অন্য মামলার শুনানিতে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। তিনি স্বতঃপ্রণোদিতভাবেই জানান , -‘ ১২ ডিসেম্বর যদি নতুন মামলায় সুবীরেশকে গ্রেফতার করার জন্য সিবিআই আলিপুর জজ কোর্টে আবেদন করে থাকে তার শুনানির দিন ২২ ডিসেম্বর কেন হবে? ১০ দিন কেন সময় লাগবে? প্রেসিডেন্সি জেল থেকে আলিপুর আদালতের দূরত্ব কত? শুনানির দিন ধার্য হতে ১০ দিন কেন? ‘। এতেই তৎপরতা বেড়ে যায় সিবিআইয়ের অন্দরে।নবম-দশমের পর এবার গ্রুপ সি মামলায় সিবিআইয়ের হেফাজতে সুবীরেশ । তাঁকে ৫ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুরের বিশেষ সিবিআই আদালত।। দিন কয়েক। আগেই কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে জামিনের আবেদন জানিয়েছিলেন সুবীরেশ। এখন এই নির্দেশ এল তাঁর বিরুদ্ধে।সুবীরেশ ভট্টাচার্যের জামিনের শুনানি ছিল গত বৃহস্পতিবার। এই মামলায় সিবিআইয়ের কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আগামী ২১ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। আদালতে সুবীরেশের আবেদন ছিল, -‘ সিবিআইয়ের এফআইআর-এ তাঁর নাম উল্লেখ নেই। তদন্ত শেষ হয়ে গিয়েছে। এর পরেও তাঁকে আটকে রাখা হয়েছে। এবার তাঁকে জামিন দেওয়া হোক’। কিন্তু এই মামলার শুনানির দু’দিন পরেই বড় নির্দেশ দিল বিশেষ সিবিআই আদালত। ডিভিশন বেঞ্চে জামিন প্রশ্নে জটিলতা তৈরি হলো বলে মনে করছে ওয়াকিবহাল মহল। উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর সুবীরেশকে গ্রেফতার করে সিবিআই। ৪২০এবং ১২০বি ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই আদালত সিবিআইয়ের কাছে জানতে চেয়েছে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে। সিবিআই জানিয়েছে, পুনরায় তদন্ত চলছে। অন্যদিকে, ইডিও এই মামলার তদন্ত চালাচ্ছে বলে জানা গেছে ।