ডিএলএড কোর্সে ভর্তিতে স্থগিতাদেশ জারি হাইকোর্টের
বৈদূর্য ঘোষাল ,
মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ডিএলএড কোর্সে ভর্তি প্রক্রিয়ায় অন্তবর্তী স্থগিতাদেশ । এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, -‘ ২০২২-২৩ শিক্ষাবর্ষে ডিএলএড কোর্সে ভর্তির জন্য এখন আর কোনও আবেদন গ্রহণ করতে পারবে না প্রাথমিক শিক্ষা পর্ষদ’।ডিএলএড কোর্সে আপাতত ভর্তি নয়। ভর্তি প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। ২০২২ সালে যে ডিএলএড কোর্স শুরু হয়েছিল, তা শেষ হওয়ার কথা ২০২৩ সালে। এনসিইটি-র গাইডলাইন মেনে এই কোর্স সম্পূর্ণ করার জন্য প্রয়োজন ২০০টি কর্মদিবসের। তবে এই শিক্ষাবর্ষে ভর্তির জন্য গত ২৮ ডিসেম্বর নতুন করে আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। জানুয়ারির প্রথম থেকে আবেদন গ্রহণ করাও শুরু হয়েছে। ৬ জানুয়ারি ছিল আবেদনের শেষ দিন। মামলাকারীর অভিযোগ, -‘ এই শিক্ষাবর্ষ শেষ হতে এখনও কয়েক মাস বাকি। তার আগে কীভাবে পর্ষদ ভর্তির আবেদনের জন্য বিজ্ঞপ্তি জারি করল?’ এর পাশাপাশি অভিযোগ উঠেছে আবেদন ফি নিয়েও। মামলাকারীদের দাবি, -‘ এই কোর্সের ভর্তির জন্য জেনারেলদের ক্ষেত্রে ৩০০ টাকা ও তপসিলি জাতি ও উপজাতির জন্য লাগে ১৫০ টাকা। কিন্তু এই শিক্ষাবর্ষে নতুন করে আবেদনের জন্য নেওয়া হচ্ছে ৩০০০ টাকা। যা নিয়ে ক্ষোভে ফুঁসছেন সাধারণ চাকরিপ্রার্থীরা।আদালত সুত্রে প্রকাশ, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ডিএলএড কোর্সে ভর্তির ক্ষেত্রে পর্ষদের নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে মামলা করা হয়েছে। সেই মামলার শুনানির পর ভর্তি প্রক্রিয়ার ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করে আদালত। আগামী ৫ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে । ওই দিন সবপক্ষকেই ভর্তি প্রক্রিয়া নিয়ে নিজেদের বক্তব্য পেশ করতে বলা হয়েছে। যাঁরা ইতিমধ্যেই নতুন করে ভর্তির আবেদন করে ফেলেছেন, তাঁদের এবার কী হবে? তাঁরা কি ভর্তির সুযোগ পাবেন? নাকি বাতিল হয়ে যাবে তাঁদের আবেদন- সবটাই নির্ভর করছে আগামী ৫ জানুয়ারি শুনানি শেষে নির্দেশ ঘিরে।