Spread the love

ডাব্লুবিসিএস পরীক্ষার প্রশ্নপত্রে ‘সবুজসাথী’! তোপ শুভেন্দুর

এস.মন্ডল
সাম্প্রতিক সময়কালে হয়ে যাওয়া ডাব্লুবিসিএস পরীক্ষার প্রশ্নপত্রে রাজ্যের সরকারি প্রকল্পের উল্লেখ,  তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত রবিবার  বিকেল থেকেই সরগরম চাকরির নিয়োগে এই পরীক্ষার প্রশ্নপত্র ঘিরে।প্রশ্নপত্রের ছবি দিয়ে টুইটারে সরব হয়েছেব শুভেন্দু অধিকারী। তিনি টুইটে প্রশ্নটির উল্লেখ করেছেন – ‘ পশ্চিমবঙ্গ সরকারের সবুজসাথী প্রকল্পে সরকারি /সরকার পোষিত / মাদ্রাসা / বিদ্যালয়ে কোন শ্রেণির পাঠরত ছাত্রছাত্রীদের বিতরণ করা হয়?’ এরপর শুভেন্দু অধিকারীর সংযোজন – ‘ ইউপিএসসি পরীক্ষায় যখন বাংলার ভোট পরবর্তী হিংসা নিয়ে প্রশ্ন তোলা হয় । তখন দুনিয়া রসাতলে চলে গিয়েছিল। এবার ডাব্লুবিসিএস পরীক্ষায় প্রশ্নপত্রে সরকারি পোষ্য প্রকল্পের বিজ্ঞাপন। এবার দেখি ছদ্ম বুদ্ধিজীবীরা তাঁদের বাক্যে কি নুতন মোড়ক দেন! ‘ এর পাশাপাশি আরও এক প্রশ্ন নিয়ে বিজেপি অভিযোগ তুলেছে।’কোন বিপ্লবী নেতা জেল থেকে মার্সি পিটিশন ( ক্ষমাপ্রার্থনা)  দাখিল করেছিলেন ‘? এখানে সাফাকার কে নিয়ে অযথা বিতর্ক করা হয়েছে বলে দাবি বিজেপির। ইউপিএসসি পরীক্ষায় বাংলার ভোট পরবর্তী হিংসার প্রশ্ন নিয়ে সরব হয়েছিলেন মমতা।দেশের শিক্ষাব্যবস্থায় বারোটা বাজিয়ে দিল বিজেপি বলেও অভিযোগ ছিল তাঁর । এবার ডাব্লুবিসিএস পরীক্ষার প্রশ্নপত্রে সবুজসাথী প্রকল্পের প্রশ্ন নিয়ে তোপ দাগলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *