ডাক্তার স্টিকার লাগানো গাড়ি সহ আটক ২জন।
সেখ সামসুদ্দিন, ২২ জানুয়ারিঃ মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গাড়ি সহ দুই ব্যক্তিকে আটক করল শনিবার পূর্ব বর্ধমান জেলা ট্রাফিক পুলিশ। বর্ধমান পৌরসভার কাছে একটি গাড়ি বেপরোয়াভাবে অন্যান্য গাড়িগুলিকে ওভারটেক করে কলকাতার দিকে দ্রুত গতিতে যাওয়ার সময় বর্ধমান পৌরসভার সামনে যে ট্রাফিক পোস্ট আছে সেখানকার কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীরা গাড়িটিকে বারবার দাঁড়ানোর কথা বললেও তাদের কথায় কর্ণপাত করেনি। পরে জেলা ট্রাফিক পুলিশের ওসি চিন্ময় ব্যানার্জী গাড়িটিকে পৌরসভার পান্থশালার সামনে আটক করে এবং গাড়িতে বসা দুজন চালককে জিজ্ঞাসাবাদ শুরু করেন। জানা যায় তাদের বাড়ি করজনা চটিতে। কথা বলার সময় বোঝা যায় গাড়িতে সওয়ার দুই যাত্রীর মুখ দিয়ে মদের গন্ধ বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে গাড়িতে তল্লাশির নির্দেশ দেন চিন্ময় বাবু এবং সেই তল্লাশিতে গাড়ির ভেতর থেকে বেশ কিছু মদের বোতল উদ্ধার হয়। গাড়িটিতে চিকিৎসকদের জন্য নির্দিষ্ট থাকা একটি ‘ডক্টর লোগো’র স্টিকার লাগানো ছিল যে বিষয়ে ওই দুই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হল তারা কোনো সদুত্তর দিতে পারেনি। পুলিশ দুইজনকে আটক করে বিষয়টি খতিয়ে দেখছে।