কাজল মিত্র :-বড়সড় ডাকাতির পরিকল্পনা বানচাল করলো সাকতরিয়া পুলিশ।আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর কুলটি থানার সাকতড়িয়া ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে ৬ জন দুষ্কৃতীকে গ্রেফতার করলো।জানা গিয়েছে বৃহস্পতিবার গভীর রাতে সাকতোড়িয়ার কিলবার্ন এলাকায় কয়েকজনকে দুষ্কৃতী জড়ো হয়েছিলো।গোপন সূত্রে খবর পেয়ে সাকতোড়িয়া ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে ৬ জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে।ধৃতদের কাছ থেকে ধারালো অস্ত্র, রড ও শাবল উদ্ধার করা হয়েছে।ধৃতদের নাম আশিষ বাউরি, মোহন হাঁড়ি, দেবজিত দাস, শ্যামল কেওড়া, ধনঞ্জয় ধীবর ও সুধন কেওড়া।ধৃতরা ডিসেরগড় এলাকার বাসিন্দা।ধৃতদের শুক্রবার আসানসোল আদালতে পেশ করা হয়েছে।