ডাঃ শর্মিলা সরকারের হয়ে বাড়ি বাড়ি প্রচারে নেতৃত্ব

সেখ সামসুদ্দিন, ২৩ এপ্রিলঃ পারাতল ১পঞ্চায়েতের চিলেরডাঙ্গা গ্রামে আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাঃ শর্মিলা সরকারের হয়ে বাড়ি বাড়ি প্রচারে যান তৃণমূলের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান। তাঁর সঙ্গে ছিলেন উপ প্রধান উত্তম হাজারী, পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্য শিপ্রা ওঝা, পঞ্চায়েত সমিতির সদস্য দেবযানী কোড়া সহ অন্যান্যরা। বাড়ি বাড়ি গিয়ে সকলের সাথে কথা বলেন মেহেমুদ খান। সকলে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন কিনা? বার্ধক্য ভাতা পাচ্ছেন কিনা, গ্রামে রাস্তা ঘাট হয়েছে কিনা সকলের কাছে জানতে চান। তিনি সকলের কাছে তৃণমূলের প্রার্থী ডাঃ শর্মিলা সরকারকে ভোট দিয়ে জেতানোর জন্য অনুরোধ করেন। তিনি বলেন যেভাবে মানুষের সারা পাচ্ছেন তাতে এখান থেকে শর্মিলা সরকার অবশ্যই জিতবেন।

Leave a Reply