ডক্টরেট ডিগ্রি পি.এইচ.ডি ও স্বর্নপদক পেলেন সাহিত্যিক ও গবেষক ডঃ সমীর শীল

শুভ ঘোষ ,

সম্প্রতি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সি.পি.ভি.ইউ মথুরায় তাদের সান্মানিক খেতাব প্রদান অনুষ্ঠান সমাবর্তন ‘কনভোকেশন 22’ আয়োজন করেছিল। এই বছর পশ্চিম বঙ্গ থেকে বিশিষ্ট কবি সাহিত্যিক ও গবেষক এবং ইন্টারন্যাশনাল লিটারারি ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট ডঃ সমীর শীল কে তার” শ্রী চৈতন্যের জীবনের শেষ বারো বছর অর্থাৎ গম্ভীরা লীলা “নিয়ে অসামান্য গবেষণা এবং বাংলা সাহিত্যে রাবীন্দ্রিক গবেষণার স্বীকৃতি হিসেবে তাকে বিশ্ব বিদ্যালয়ের তরফে সান্মানিক ডক্টরেট ডিগ্রী পি.এইচ. ডি. এবং স্বর্নপদক (গোল্ড মেডেল) এ ভূষিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য অতিথি মন্ত্রী রবিকান্ত গর্গ, উপাচার্য ডঃ রেশমী শর্মা, রেজিস্ট্রার ডঃ প্রভীন পাল সিং, জয়পুর হাই কোর্টের বিচারপতি মনীশ শর্মা প্রমুখ গন্য মান্য ব্যাক্তি বর্গ।
ডঃ সমীর শীল তার দীক্ষান্ত ভাষনে উপস্থিত দেশ বিদেশের প্রতিনিধি বর্গ এবং সমাবর্তনে অংশগ্রহণকারী বিশিষ্ট ব্যাক্তি দের অভিবাদন জানান। এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সাম্য ও মানবতার আদর্শ ও ভাবধারা আজ ও সমানভাবে প্রাসঙ্গিক তার জয়ধ্বনি ঘোষণা করেন।

Leave a Reply