সাধন মন্ডল,
টেরাকোটা গ্রাম পাঁচমুড়া। সেই গ্রামের উৎপাদিত টেরাকোটা সামগ্রী কিভাবে প্যাকেটজাত করে বাইরে পাঠানো যায় এবং যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় তারই দুই দিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করলেন বাঁকুড়ার জেলা শাসক কে রাধিকা আয়ার। তারই উদ্যোগে ডিআরডিসি বাঁকুড়ার সহায়তায় পাঁচমুড়া মৃৎশিল্পী সমবায় সমিতির পরিচালনায় আজ শিবিরের সূচনা হল। পাঁচমুড়া গ্রামের 50 জন টেরাকোটা মৃৎশিল্পী কে নিয়ে। শিবিরে উপস্থিত ছিলেন তালডাংরা সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ মজুমদার। দুদিনের এই শিবির যারা পরিচালনা করছেন তারা হলেন দা সুপ্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড খড়গপুর প্লান্টের জয়ন্ত সিনহা, বিশ্বজিৎ কর,মনি শংকর সোম,অনিকেত কুমার সিং প্রমূখ
।শিবির প্রসঙ্গে সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ মজুমদার বলেন এই পাঁচমুড়ার টেরাকোটা সারা দেশজুড়ে প্রভাব বিস্তার করেছে এই শিল্পসামগ্রী কে যত্নসহকারে না নিয়ে যেতে পারলে তা ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এই সমস্ত সুন্দর সামগ্রী কিভাবে প্যাকেটজাত করলে দূর-দূরান্তে পৌঁছানোর ক্ষেত্রে কোন অসুবিধা হবে না তারই প্রথম পর্যায়ের প্রশিক্ষণ শিবির শুরু হলো আজ পাঁচমুড়ায়। আগামী দিনে আরো এই ধরনের শিবির হবে। বাঁকুড়ার মুখ উজ্জ্বল করেছে পাঁচমুড়া টেরাকোটা। আমি গর্বিত যে এরকম একটি ব্লকের ব্লক আধিকারিক হয়ে কাজ করার সুযোগ পেয়েছি। পাঁচমুড়া মৃৎশিল্পী সমবায় সমিতির সম্পাদক দীপক কুম্ভকার সভাপতি রাহুল কুম্ভকার বলেন আমাদের উৎপাদিত দ্রব্য বাইরে পাঠানোর ক্ষেত্রে এই প্রশিক্ষণ শিবির খুব কাজে লাগবে। এই শিবিরের উদ্যোক্তা বাঁকুড়ার জেলাশাসক কে রাধিকা আয়ার কে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। বিশিষ্ট মৃৎশিল্পী বিশ্বনাথ কুম্ভকার বলেন আমাদের শিল্পসামগ্রী প্যাকেটজাত করে বাইরে পাঠানোর ক্ষেত্রে এই প্রশিক্ষণ শিবির খুব কাজে লাগবে।