শুভ ঘোষ,

স্কুলজীবনের প্রেম অবাস্তব হলেও কল্পনায় তাকে কাছে পাওয়ার ইচ্ছে, প্রেমিকাকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য বা ফুচকা ভেলপুরি খাওয়ার জন্য স্যারের মাইনে থেকে টাকা সরানোর মতো মিষ্টি পাপের কথাই রয়েছে সমগ্র গান জুড়ে৷ কিন্তু এত কিছুর পরেও সেই স্বপ্নের রাণী কি জীবনে এলো? নাকি স্বপ্নেই থেকে গেল? জানার জন্য আপনাকে শুনতে হবে ‘স্বপ্নে দেখা রাণী’৷
এই গানের ভিডিওতে রাজা ও রাণীর চরিত্রে অভিনয় করেছেন শুভজিৎ এবং শর্মিষ্ঠা আচার্য। ‘টুম্পা সোনা দুটো হাম্পি দে না’ গানটি লিখেছিলেন আরব৷ এই গানের কথাও তাঁরই লেখা৷ টুম্পা সোনার টুকরো টুকরো অংশের মিশ্রণ এই গানে রাখা হয়েছে বললেও ভুল বলা হয় না৷ মুম্বইয়ের B3 Entertainment-এর পুজোর গান ‘স্বপ্নে দেখা রাণী’৷
শঙ্খ ভট্টাচার্য এবং কৌশিকি সেন-এর কণ্ঠে এই গান ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে৷ গানটির সুরকার অভিষেক দে। টুম্পা সোনার কম্পোজার অভিষেক-ই ‘স্বপ্নে দেখা রাণী’ বানিয়েছে। ৯ অক্টোবর মুক্তি পেয়েছে টুম্পা সোনার অডিও টিম-এর নতুন গান ‘স্বপ্নে দেখা রাণী’৷

Leave a Reply