: সাধন মন্ডল,
জঙ্গলমহলের সমাজকর্মী লক্ষীকান্ত মান্ডি দীর্ঘদিন ধরে স্বেচ্ছাশ্রমের কাজ চালিয়ে আসছেন আজ প্রায় 10 বছর ধরে বিনা পারিশ্রমিকে কখনো যাত্রী প্রতীক্ষালয় পরিষ্কার, কখনো নদীর সেতু পরিষ্কার, কখনো ক্যানেল ব্রিজ ,বিদ্যালয়, স্বাস্থ্য কেন্দ্র ,সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানপরিষ্কার আবার কখনো অসহায়দের পাশে দাঁড়ানো সহ নানান সমাজসেবামূলক কাজ করে চলেছেন তার সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তার স্ত্রী সহ ছেলে বৌমা সকলেই।স্বেচ্ছাশ্রমে আবর্জনা সাফাই করাই নেশা লক্ষ্মীকান্ত মান্ডির । দীর্ঘ প্রায় দশবছর ধরে জেলা ছাড়িয়ে পাশের জেলা পুরুলিয়া, ঝাড়গ্রাম, এমনকি প্রতিবেশীরাজ্য ঝাড়খন্ড গিয়েও সেবা কার্য চালিয়ে এসেছেন। রাইপুর ব্লকের অমৃতপাল গ্রামের বাসিন্দা লক্ষ্মীকান্ত মাণ্ডী। । বিভিন্ন বিভিন্ন সংবাদমাধ্যমেএই খবর প্রকাশিত হয়। তা নজরে আসে খাতড়ার মহকুমা শাসক মৈত্রী চক্রবর্তী’র। তারপরই লক্ষ্মীকান্তর কাজকর্মের প্রতি খোঁজখবর নিয়ে তাঁর স্বেচ্ছাশ্রমের কথা বিস্তারিত জানতে পারেন তিনি । তাঁর এই কাজে খুশি হয়ে শুক্রবার বিকাল পাঁচটা নাগাদ এসডিও অফিসে ডেকে লক্ষ্মীকান্তর হাতে মানপত্র ও শাল দিয়ে সংবর্ধনা জানান মহকুমা শাসক। সম্বর্ধনাপেয়ে খুশি লক্ষীকান্ত বাবু বলেন এতদিনে একটা সম্মান পেলাম আমার সেবা কার্য দেখে খুশি হয়েছেন খাতড়া মহকুমা শাসকএটাই আমার ভালো লাগা।