টাউন হলে ঐতিহাসিক গ্রন্থ প্রকাশ
আশিস কুমার ঘোষ, কলকাতা: অগ্নিযুগের বিপ্লবী ও দামাল প্রেমিক উল্লাসকর দত্তের অবিশ্বাস্য জীবনের অজানা কাহিনী ও তৎকালীন উত্তাল বাংলা নিয়ে সুলেখিকা দেবারতি মুখোপাধ্যায় এর অসামান্য প্রামাণ্য ঐতিহাসিক গ্রন্থ। উল্লাসকর প্রকাশিত হল ঐতিহ্যবাহী টাউন হলে। দেব প্রকাশনের থেকে প্রকাশিত এই গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপ্লবী উল্লাস কর দত্তের ভাতুষপৌত্র কৌশিক দত্তগুপ্ত ও সমাজসেবী নন্দিনী মুখোপাধ্যায়। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শ্রীতমা মুখোপাধ্যায়। জনাকীর্ণ এই অনুষ্ঠানে ছিল ভাব গম্ভীর আলোচনা ও পাঠকদের প্রশ্নোত্তর পর্ব। উল্লেখ্য সুলেখিকা দেবারতি মুখোপাধ্যায়ের প্রকাশিত কুড়িটিরও বেশি গ্রন্থ পাঠকদের মনে ভীষণ সারা জাগিয়েছে। তৈরি হয়েছে দেবারতি ফ্যান ক্লাব।
