শুভদীপ ঋজু মন্ডল,
জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ ও পশ্চিমবঙ্গ রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আজ রবিবার জঙ্গলমহলের রাওতোড়া গ্রাম পঞ্চায়েতের ঝিলিমিলি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হল মহা আইনি পরিষেবা শিবির ও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে আগত অতিথিদের আদিবাসী প্রথায় বরণ করা হয় । অতিথিবরণের পর প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বাঁকুড়া জেলা জজ সুপ্রতিম দাশগুপ্ত সহ উপস্থিতঅন্যান্য অতিথিবৃন্দ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব শুভ্রা ভৌমিক ভট্টাচার্য, সিভিল জজ ফাস্ট কোড খাতড়া প্রেম প্রকাশ চতুর্বেদী, অতিরিক্ত জেলা মুখ্য প্রধান বিচারক জগৎজ্যোতি ভট্টাচার্য, অতিরিক্ত জেলা জজ খাতড়া ধনঞ্জয় কুমার সিং,সিভিল জজ জুনিয়র ডিভিশন সেকেন্ড কোট বাঁকুড়া রাহুল ভট্টাচার্য, খাতড়া মহকুমা শাসক মৈত্রী চক্রবর্তী, খাতড়া মহকুমা পুলিশ আধিকারিক কাশীনাথ মিস্ত্রি, রানিবাঁধ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কৌশিক মাইতি রাওতোড়া গ্রাম পঞ্চায়েত প্রধান শীলাবতি বেসরা সহ রানীবাঁধ ও বারিকুল থানার আইসিগণ সহ বিশিষ্টরা। এদিন উপস্থিত অতিথিবৃন্দ বিভিন্ন আইনি পরিষেবা নিয়ে বিশদ বক্তব্য রাখেন এবং সাধারণ মানুষকে সচেতন করেন বিশেষ করে চাইল্ড লাইন ও কন্যাশ্রী প্রকল্প নিয়ে বিশদ বক্তব্য রাখেন বক্তারা । অনুষ্ঠান মঞ্চের পাশে সরকারি পরিষেবার জন্য১১ টি স্টল করা হয়েছিল সাধারণ মানুষের জন্য তাদের মধ্যে উল্লেখযোগ্য স্বাস্থ্য বিভাগ, খাদ্য বিভাগ, আধার, জাতি গত সংসপত্র, কন্যাশ্রী, চাইল্ড লাইন, কৃষক বন্ধু ইত্যাদি। এদিন মঞ্চে বেশ কিছু কন্যাশ্রীর হাতে মুখ্যমন্ত্রীর দেওয়া শুভেচ্ছা বার্তা শংসাপত্র তুলে দেওয়া হয়। বিশিষ্ট আইনজীবী রা বলেন আইনি পরিষেবা পেতে কোনরকম টাকা লাগেনা আপনারা শুধু আইনি পরিষেবা কেন্দ্রে যোগাযোগ করুন। জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকায় এই ধরনের একটি শিবির অনুষ্ঠিত হওয়ায় খুশি এলাকাবাসী। এলাকার মানুষজন এজন্য বাঁকুড়া জেলাশাসক সহ খাতড়া মহকুমা শাসক ও রানীবাঁধ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিককে ধন্যবাদ জানিয়েছেন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অনুষ্ঠানে আসা পূর্ণিমা মান্ডি শেফালী বেসরা রা বলেন আমরা এখানে এসে অনেক কিছু জানতে পারলাম তা ছাড়া আমাদের পাশে সরকারের অফিসাররা রয়েছেন তা বুঝতে পারলাম। ঝিলিমিলি উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী পায়েল দাস বলেন আমরা এদিনের শিবিরে এসে অনেক কিছু জানতে পারলাম তাছাড়া আজ আমাদের হাতে কন্যাশ্রীর কে টু শংসাপত্র তুলে দিলেন উপস্থিত আধিকারিকরা।