ঝাড়খণ্ড সীমান্তবর্তী জঙ্গল এলাকায় হানা দিয়ে ফের অবৈধ কয়লা উদ্ধার লোকপুর থানার

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- ঝাড়খণ্ড সীমান্তবর্তী বীরভূম জেলার লোকপুর থানার সগড়ভাঙ্গা জঙ্গল এলাকায় পুলিশের পক্ষ থেকে অবৈধভাবে মজুদকৃত কয়লা অভিযান অব্যাহত।সেই প্রেক্ষিতে রবিবার রাতভোর লোকপুর থানার পুলিশ নাকড়াকোন্দা অঞ্চলের সগড়ভাঙ্গা- বাস্তবপুর গ্রাম সংলগ্ন জঙ্গলের মধ্যে অভিযান চালিয়ে ফের অবৈধভাবে মজুদকৃত প্রায় সাত টন কয়লা আটক করে লোকপুর থানার পুলিশ। সূত্রের খবর ঝাড়খণ্ড রাজ্যের পুলিশও অবৈধ কয়লা পাচার রোধে অভিযান শুরু করেন।যদিও ভৌগোলিক অবস্থান জনিত কারণে বীরভূম সীমান্তবর্তী এলাকায় অবস্থিত জঙ্গলের মধ্যে নিরাপদ স্থান ভেবে পাচারকারীরা সেখানে কয়লা মজুদ করে বলে অনুমান। এদিকে জেলা পুলিশের তৎপরতায় লোকপুর থানার পুলিশ সগড়ভাঙ্গা জঙ্গলের মধ্যে সপ্তাহব্যাপী কয়েক দফা অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত কয়লার সন্ধান পান এবং সেগুলো বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে বলে সূত্রের খবর।

Leave a Reply