‘জ্বালিয়ে দাও নবান্ন’ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা তরুণী পেলেন সাময়িক স্বস্তি
মোল্লা জসিমউদ্দিন ,
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট সোশ্যাল মিডিয়ায় একজন পোস্ট করা তরুণী কে আইনী রক্ষাকবচ দিল।’জ্বালিয়ে দাও নবান্ন’, সোশ্যাল মাধ্যমে ওই তরুণীর বিরুদ্ধে এই মর্মে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে। ওই অভিযোগের তদন্তে নেমে পুলিশ মানিসকভাবে হেনস্থা করছে বলে তরুণীর অভিযোগ।এ ব্যাপারে এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসের দ্বারস্থ হন সংযুক্তা রায় নামে ওই তরুণী। আপাতত আইনী রক্ষাকবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট ।বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, -‘ তদন্তে কোনও বাধা নেই। জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ। কিন্তু জিজ্ঞাসাবাদের ৪৮ ঘণ্টা আগে পুলিশকে নোটিস দিতে হবে’।আদালত সূত্রে প্রকাশ , সম্প্রতি সোশ্যাল মাধ্যমে ‘নবান্ন জ্বালিয়ে দেওয়া’র উস্কানিমূলক পোস্ট করার অভিযোগ ওঠে ওই তরুণীর বিরুদ্ধে। এ ব্যাপারে ট্যাংরা থানার অভিযোগ দায়ের হয়। এর পর পুলিশ তাকে বার বার ডেকে হেনস্থা করছে বলে অভিযোগ। এ ব্যাপারে রাজ্যের কাছে কেস ডায়রি তলব করেছেন বিচারপতি। ‘নবান্ন জ্বালিয়ে দাও’ এই উস্কানিমূলক মন্তব্যের জেরে সংযুক্তা রায় নামে এক তরুণীর বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। সেই ঘটনায় মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তুলে আইনী রক্ষাকবচের আবেদনে হাইকোর্টের ( দ্বারস্থ হন সংযুক্তা। তাঁর আবেদন মঞ্জুর করে সংযুক্তাকে আইনী রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট।