জ্ঞান-বিজ্ঞান ভাবনা বিষয়ক প্রদর্শনী ক্ষুদেদের, রাজনগর ব্লকের তাঁতিপাড়া হাটতলা প্রাথমিক বিদ্যালয়ে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
“ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে “- সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেয়া হলে প্রতিভা বিকশিত হতে পারে। সরকারি স্কুলে পড়াশোনা হচ্ছেনা অজুহাতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের দিকে ঝুঁকছে তখন সরকারী স্কুলের এ এক ব্যাতিক্রমী পদক্ষেপ ক্ষুদে পড়ুয়াদের নিয়ে জ্ঞান-বিজ্ঞান ভাবনা বিষয়ক প্রদর্শনী। শিক্ষা আনে, চেতনা ঘটায় বিপ্লব। শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় ছাত্র-ছাত্রীদের আবদ্ধ না রেখে শিশুরা যাতে আনন্দদায়ক শিক্ষার মাধ্যমে হাতে কলমে তাদের প্রতিভার বিকাশ ঘটাতে পারে সেই ভাবনাকে সামনে রেখেই বীরভূমের রাজনগর চক্রের তাঁতিপাড়া হাটতলা প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা শিক্ষক-শিক্ষিকাদের অনুপ্রেরণায় বুধবার স্থানীয় স্কুল চত্বরে ফুটিয়ে তুলল ক্ষুদেদের জ্ঞান-বিজ্ঞান ভাবনা নামে বিজ্ঞান প্রদর্শনী । এদিন অনুষ্ঠানের উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত শিক্ষক অশোক কুমার দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর শিক্ষা চক্রের প্রতিনিধি নিবেদিতা ঘোষ দে সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই প্রদর্শনীর মাধ্যমে শিশুরা অন্যান্য শিশুদের এবং আগত ব্যক্তিদের সাবলীল ভাবে বুঝিয়ে বলেন কিভাবে বৃষ্টির জল সংরক্ষণ করতে হয়,দিনরাত্রি কিভাবে হচ্ছে,বায়ুর চাপ কি,জলীয় বাষ্প কিভাবে হয়,বর্ণের তাপমাত্রা,একবচন বহুবচন সহ বিভিন্ন বিষয়গুলো । পাশাপাশি প্রদর্শনের বিষয়গুলো হাতে কলমেও দেখিয়ে দেওয়া হয় যেন খুব সহজেই প্রদর্শনী বিষয়ক ধারণাগুলো মনের মধ্যে স্মরণীয় হয়ে থাকে। এদিন প্রদর্শনী ঘিরে অভিভাকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। স্বভাবতই তাঁতিপাড়া হাটতলা প্রাথমিক বিদ্যালয়ের এই ভাবনা আগামী দিনে ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়াবে এবং শিশুদের মধ্যে জ্ঞান-বিজ্ঞান চর্চার বিপ্লব আসবে বলে অভিভাবক সহ উপস্থিত অতিথিদের অভিমত। সেই সাথে এরূপ কর্মসূচি শিশুদের মধ্যে বিদ্যালয় নিয়মিত আসার প্রবণতা বাড়বে বলে মনে করা হচ্ছে।