শুভ ঘোষ,
বাঁশরী রেপার্টরী থিয়েটারের প্রযোজনায় আয়োজিত হলো কবি’ কাজী নজরুল ইসলামের রচনায় বনের মেয়ে পাখী’।এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও স্বনামধন্য অভিনেতা মনোজ মিত্র, ও নাট্যশিল্পী ময়ূরী মিত্র অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন ডঃ দীপা দাস সভাপতি বাঁশরী একটি নজরুল চর্চা কেন্দ্র ও বাংলাদেশের বন্ধু ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান উদ্বোধন করেন রথীন্দ্র মঞ্চ জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। আগামী দিনে প্রমিলা মঞ্চ চুরুলিয়া ও উৎসর্গ মঞ্চ বীরভূম জেলার বোলপুর শান্তিনিকেতনে অনুষ্ঠানটি হবে৷বাংলাদেশের বিভিন্ন শিল্পীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।এতে দুই বাংলার মধ্যে একটা সুসম্পর্ক গড়ে উঠলো।