জেলা হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনী,সিউড়িতে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম,
জেলা শিল্প কেন্দ্রের আয়োজনে জেলা হস্তশিল্পের প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হয় সিউড়ি সুপার মার্কেটের জেলা শিল্প কেন্দ্র কার্যালয়ে। সোমবার এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে শুভসূচনা হয় এবং মঙ্গলবার তার পরিসমাপ্তি ঘটে। জানা যায় যে জেলার বিভিন্ন প্রান্তের হস্ত শিল্পীদের তৈরি বিভিন্ন ধরনের সামগ্রী এখানে প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। অংশগ্রহণকারীদের মধ্যে তিনটি বিভাগে শিল্পকর্মগুলিকে রাখা হয়েছে । প্রথম বিভাগে কাঁথা ও বাটিক শিল্প থেকে ৬ জন সফল শিল্পীকে নির্বাচিত করেন বিচারকরা । দ্বিতীয় বিভাগে কাঠ, সোলা, কচুরিপানা, খেজুরপাতা, ঘাস দিয়ে তৈরি শিল্পকর্মকে রাখা হয়েছিল। সেখান থেক ৩ জন শিল্পীর শিল্পকর্ম নির্বাচিত হয় ।তৃতীয় বিভাগে চর্ম,মেটাল, ডোকরা, টেরাকোটা,সেরামিক শিল্পকে রাখা হয় l এই বিভাগ থেকেও ৩ জন শিল্পীর শিল্পকর্ম নির্বাচিত হয়। বিচারক হিসেবে ছিলেন শিল্পগুরু এবং জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী তৃপ্তি মুখার্জী ছাড়াও দুই জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী যথাক্রমে কমল মালাকার ও দেবু মুর্মু l একান্ত সাক্ষাৎকারে জেলা শিল্প কেন্দ্রের জি এম সৌমেন দত্ত এই কর্মসূচি সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন।