জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর আয়োজিত আয়ুষ মেলা ২০২৩ অনুষ্ঠিত সিউড়িতে

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- বীরভূম জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির আয়ুষ বিভাগের উদ্যোগে সিউড়ি সিধু কানু মুক্তমঞ্চে অনুষ্ঠিত হচ্ছে আয়ুষ মেলা। শুক্রবার এ উপলক্ষে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিস থেকে সিউড়ি পৌরসভা এলাকার বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে সিউড়ি সিধু কানু মুক্ত মঞ্চের সামনে জমায়েত হয়। আয়ুষ সম্পর্কিত বিভিন্ন ধরনের সচেতনতা মূলক শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানার সহকারে শোভাযাত্রা বের হয়।
মঞ্চে উপস্থিত বিশিষ্ট জনদের মাধ্যমে প্রদীপ প্রজ্বলন করে আয়ুষ মেলার শুভ সূচনা ঘটে। মেলা চলবে আগামী ৮ই জানুয়ারি পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ছোট মাঝারি এবং বস্ত্র শিল্পের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক বিকাশ রায় চৌধুরী, জেলা শাসক বিধান রায়, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আড়ি, সিউড়ি পৌরসভার পৌর পিতা প্রনব কর এবং স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন কর্মী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply