জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের উপর হামলার প্রতিবাদে স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ কর্মসূচি জেলাশাসকের দপ্তরের সামনে

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- বীরভূম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আড়ি গতকাল অমিতেশ বিশ্বাস কর্তৃক আক্রান্ত হন নিজের অফিসেই। উক্ত ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সিউড়ি সদর হাসপাতালের ডাক্তার সহ অন্যান্য হাসপাতালের ডাক্তার ও স্বাস্থ্য কর্মীরা জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। হামলাকারী অমিত বিশ্বাসের গ্রেফতারের দাবিতে সোচ্চার হয়ে ওঠে জেলার সিউড়ি হাসপাতালে ডাক্তার সহ বিভিন্ন প্রান্ত থেকে আগত ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা। অভিযোগ তিনি যখন অফিসে ছিলেন সেই সময় এক হোমিওপ্যাথি ডাক্তার এবং তার স্বামী অফিসে এসে চড়াও হন। ওই চিকিৎসকের বেতন কেন আটকে রাখা হয়েছে এই বিষয়টিকে নিয়ে দুপক্ষের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। অভিযোগ সেই সময়েই ওই চিকিৎসকের স্বামী হিমাদ্রি আড়ির উপর চড়াও হন। ঘটনার পর জেলা মূখ্য স্বাস্থ্য আধিকারিক অসুস্থ হয়ে পড়লে উনাকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বীরভূম স্বাস্থ্য জেলার চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা এদিন কালো ব্যাচ পরে বিক্ষোভ দেখান। তাদের বিক্ষোভ দেখানোর মূল কারণ হলো এখনো পর্যন্ত অভিযুক্ত গ্রেপ্তার হয়নি এবং প্রত্যেকে নিরাপত্তাহীনতার মধ্যে ভুগছেন। এদিন বীরভূম জেলাশাসকের দপ্তরের সামনে এবং বীরভূম জেলা পুলিশ সুপার অফিসের সামনে মিছিল করে এসে বিক্ষোভ প্রদর্শন করা হয়।বিক্ষোভ প্রদর্শন থেকে একান্ত সাক্ষাৎকারে ডেপুটি সিএম ও এইচ -১ ডাঃ দেবাশীষ রায় বলেন গতকাল সিএম ও এইচ হিমাদ্রি আড়ির উপর যে হামলা চালানো হয় তার তীব্র নিন্দা করছি। সেই সাথে হামলাকারীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়। এদিকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে হিমাদ্রি আড়ি আক্রান্ত হয়ে গতকাল থেকে ভর্তি রয়েছেন।সেখানে পাঁচজন চিকিৎস নিয়ে একটি দল গঠন করে চিকিৎসা চলছে বলে সিউড়ি হাসপাতালের সুপার ড. নীলাঞ্জন মন্ডল জানান।

Leave a Reply