সোমনাথ ভট্টাচার্য,
এদিন বর্ধমান মহিলা থানার উদ্যোগে এবং বর্ধমান সহযোদ্ধার ব্যবস্থাপনায় বেলকাশ পঞ্চায়েতের অধীনে ঝিঙ্গুটি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো জেলা পুলিশের স্বয়ংসিদ্ধা কর্মসূচি।
এই কর্মসূচিতে মেয়ে পাচার, বাল্যবিবাহ, এবং মোবাইল প্রতারণা সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন মহিলা থানার আধিকারিক বনানী রায়।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিল বেলকাশ পঞ্চায়েতের থেকে ১০০ জন মা এবং মেয়ে।
কর্মসূচির শুরুতেই প্রথমে আজকের শিক্ষক দিবস কে সামনে রেখে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণানের প্রতিকৃতিতে মালা এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন,বর্ধমান মহিলা থানা ভারপ্রাপ্ত আধিকারিক বনানী রায়,
প্রাক্তন শিক্ষক শ্রী নব কুমার দত্ত ও শ্রী তপন চট্টোপাধ্যায়, ঝিঙ্গুটি বিদ্যালয়ের টিচার ইনচার্জ অনিমেষ ব্যানার্জি, বেলকাশ গ্রাম পঞ্চায়েতের প্রধান জাহানারা খাতুন, সদস্য রমেশ পাল, সমাজসেবী অভিজিৎ সোম,বর্ধমান সহযোদ্ধার সম্পাদক প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়, বর্ধমান সহযোদ্ধার সহ-সভাপতি ফাল্গুনী দাস রজক, সহযোদ্ধা সদস্য সৌমিত্র হাজরা, সহ বেলকাশ পঞ্চায়েত এলাকার মা এবং মেয়েরা।
কর্মসূচির শুরুতেই প্রথমেই দুই প্রাক্তন শিক্ষক ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ এর জন্মদিন উপলক্ষে তাদের বক্তব্য রাখেন।
এদিনের এই কর্মসূচিতে বিশেষ আকর্ষণ ছিল মায়েদের জন্য রাখা ক্যুইজ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, সহ-সভাপতি ফাল্গুনী দাস রজক।।