জেলা পরিষদের প্রার্থী সহ অন্যান্য প্রার্থীদের নিয়ে প্রচার অভিযান, বড়রা পঞ্চায়েতে

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- আর মাত্র তিন দিন পরেই অনুষ্ঠিত হবে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন।সেই প্রেক্ষিতে সমস্ত রাজনৈতিক দল গুলি প্রচার অভিযান নিয়ে ব্যস্ত। মঙ্গলবার খয়রাসোল ব্লকের বড়রা পঞ্চায়েতের বড়রা গ্রাম এলাকা জুড়ে প্রচার অভিযানে সামিল হন তৃনমূল কর্মী সমর্থক সহ নেতৃত্বগন। জেলা পরিষদ প্রার্থী কামেলা বিবি, পঞ্চায়েত সমিতির প্রার্থী ফজিলা বিবি ও নিবিড় অধিকারী সহ পঞ্চায়েত প্রার্থীদের নিয়ে বড়রা গ্রামের পাড়ায় পাড়ায় জনসংযোগ রক্ষা করতে দেখা যায়। শ্লোগানের মাধ্যমে মুখ্যমন্ত্রীর বিভিন্ন উন্নয়ন মূলক কাজের কথা বলেন। গ্রাম পরিক্রমা শেষে বড়রা হাট তলায় পথ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন তৃনমূল জেলা কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ, জেলা যুব তৃনমূল সভাপতি দেবব্রত সাহা,ব্লক তৃনমূল সম্পাদক মৃণালকান্তি ঘোষ,শিক্ষক নেতা উজ্জ্বল কাদেরী ও প্রদীপ মন্ডল,দুবরাজপুর শহর সভাপতি স্বরূপ আচার্য, তৃনমূল ব্লক নেতৃত্ব কাঞ্চন দে, সেখ জয়নাল,উৎপল ব্যানার্জী,মহিলা ব্লক নেত্রী কেনিজ রাসেদ, রুনু সিংহ, প্রান্তিকা চ্যাটার্জী সহ
অঞ্চল নেতৃত্ব প্রমুখ।

Leave a Reply