জেলা তৃনমূল কোর কমিটির বৈঠক রামপুরহাটে
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে শনিবার রামপুরহাট তৃণমূল -কংগ্রেস কার্যালয়ে বীরভূম জেলা তৃণমূল-কংগ্রেস কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।এদিন মূলত তৃনমূল কংগ্রেসের ব্লক ও অঞ্চল স্তরের সাংগঠনিক বিষয়ে আলোচনা করা হয়। যদিও আজকের তৃনমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠক ঘিরে রাজনৈতিক নেতৃত্ব সহ জনমানসে ছিল চরম ব্যাকুলতা। উল্লেখ্য নলহাটি- ২ নম্বর ব্লক সভাপতি বিভাস অধিকারী পদত্যাগ করেছেন এমনকি দলের সাথে যোগাযোগ সম্পর্কও বিচ্ছিন্ন হয়ে ওঠে । অপরদিকে খয়রাসোল ব্লক তৃনমূল সভাপতি কাঞ্চন অধিকারী ও পদত্যাগ পত্র জমা দিয়েছেন দলের কাছে।জেলার বিভিন্ন ব্লকের দলীয় সভাপতি নিয়ে রদবদলের সম্ভবনার কথা শোনা যাচ্ছিল।
এদিন তিনটি ব্লকের দলীয় ব্লক সভাপতি ও বেশ কিছু অঞ্চলের অঞ্চল সভাপতি পরিবর্তনের ইঙ্গিত দিলেন কোর কমিটির সদস্যরা।তৃণমূলের রামপুরহাট দলীয় কার্যালয়ে কোর কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ,রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার ড আশীষ ব্যানার্জী,জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা তৃনমূল কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী, বিধায়ক অভিজিৎ সিংহ। বৈঠক শেষে তৃনমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী জানান, নলহাটি দু’নম্বর ব্লকের ব্লক সভাপতির নাম প্রস্তাব রেখেছি এবং রাজ্যস্তরে অনুমোদনের জন্য পাঠাবো। কাজল সেখ বলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী। উনি বীরভূম জেলার দায়িত্বে রয়েছেন। অতএব আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারিনা, আমরা প্রস্তাব দিতে পারি। যে গুলোতে ডিস্টার্ব আছে সেগুলোতে কাকে কোথায় রাখা যেতে পারে তার প্রস্তাব দেওয়া হল। আমাদের কাছে নির্দেশ এলে সেগুলো কার্যকর করা হবে।