জেলার বিভিন্ন প্রান্তে নির্বাচনী প্রচারে তৃনমূলের উচ্চ নেতৃত্ব সহ নেতা মন্ত্রী

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- ঘনিয়ে আসছে ত্রিস্তর পঞ্চায়েত পঞ্চায়েত নির্বাচন।আর ততোটাই প্রচারের কাজে ব্যতিব্যস্ত হয়ে উঠছে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী, নেতা থেকে মন্ত্রী পর্যন্ত সকলেই। অনুরূপ শনিবার দিনভর জেলার বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা সূচী অনুযায়ী নির্বাচনী প্রচার পর্ব সারলেন।উল্লেখ্য তৃণমূল কংগ্রেসের এরূপ কর্মসূচির আগেই বীরভূম জেলায় জনসভা করার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পরক্ষণেই আবার খবর হয় যে জেলা নির্বাচনী প্রচারে অভিষেক ব্যানার্জী নয় মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন। কিন্তু পরবর্তীতে জানা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের লিগামেন্টে চোট লাগার কারণে আসতে বীরভূম জেলা নির্বাচনী প্রচারে আসতে পারছেন না অন্তত এমনটাই খবর তৃণমূল সূত্রে। আর সেই কারণেই সংগঠন মজবুত ও নির্বাচনী প্রচার করার লক্ষ্যে জেলায় এসেছেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা কোলকাতার মেয়র ফিরহাদ হাকিম । শুক্রবার রাত সাড়ে বারোটা নাগাদ সেই উদ্দেশ্যে তিনি জেলায় এসে পৌঁছেছেন । আর আজ শনিবার রামপুরহাট মহকুমার হাসন বিধানসভার তারাপীঠে করলেন কর্মীসভা। বিশেষ উল্লেখ্য, ফিরাহাদ হাকিমের এই কর্মীসভার ব্যানারে জায়গা করে নিয়েছে অনুব্রত মন্ডলের ছবি। যদিও সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে মুখ খুলতে চাননি। এছাড়াও আজ তিনি জনসভা করবেন মুরারই ও মুরারই এক নম্বর ব্লকের পাইকরে।অন্যদিকে রামপুরহাট -১ নম্বর ব্লকের মাশরা পঞ্চায়েতের গড়িয়া স্কুল মাঠের জনসভায় উপস্থিত ছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়, সন্ধ্যা রানী টুডু, ডেপুটি স্পিকার ড আশীষ ব্যানার্জী, ব্লক সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি প্রমুখ নেতৃত্ব। ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের তালয়া অঞ্চলে নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী ডক্টর শশী পাঁজা।এছাড়াও ছিলেন বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল,ময়ূরেশ্বর বিধানসভার বিধায়ক অভিজিৎ রায় প্রমুখ।খয়রাসোল ব্লকের ভীমগড়,কৃষ্ণপুর- বড়জোর প্রভৃতি এলাকায় প্রচারে ছিলেন বীরভূম জেলা সভাধিপতি তথা বিধায়ক বিকাশ রায়চৌধুরী,পান্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী,খয়রাসোল ব্লক তৃণমূল সভাপতি কাঞ্চন অধিকারী প্রমুখ নেতৃত্ব।জেলার বিভিন্ন স্থানে পথসভা,জনসভা এবং বাড়ি বাড়ি প্রচারের সময় রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে ভোট প্রচার করলেন ও তৃনমূল কংগ্রেস প্রাথীদের ভোটে জেতানোর আবেদন করলেন।

Leave a Reply