জেলমুক্তি চেয়ে হাইকোর্টের দারস্থ কাঁকুড়গাছি কান্ডে দুই পুলিশ কর্মী, আজ শুনানি?
মোল্লা জসিমউদ্দিন,
এবার জেলমুক্তি চেয়ে কলকাতা হাইকোর্টের দারস্থ হলেন জেল হেফাজতে থাকা দুজন পুলিশ কর্মী। আজ অর্থাৎ মঙ্গলবার এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে। কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের মামলায় জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিযুক্ত এক পুলিশকর্মী এবং এক হোমগার্ড। বর্তমানে দু’জনেই জেলবন্দি। ওই মামলায় জামিনের আর্জি জানিয়েছেন তাঁরা। জরুরি ভিত্তিতে শুনানির আবেদনও জানিয়েছেন। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ।দ্রুত শুনানিরও অনুমতি দিয়েছেন বিচারপতি । মঙ্গলবার এই মামলার শুনানি রয়েছে। গত একুশে বিধানসভা নির্বাচনে ভোট-পরবর্তী হিংসায় বিজেপি কর্মী অভিজিৎ নিহত হন বলে অভিযোগ। সম্প্রতি ওই মামলায় পুলিশ অফিসার রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথের বিরুদ্ধে চার্জশিট পেশ করে সিবিআই। গত ১৮ জুলাই থেকে তাঁরা জেল হেফাজতে রয়েছেন। তাঁদের জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টে আবেদন করেন তাদের আইনজীবী। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি ছড়ানোর অভিযোগ উঠেছিল। ওই সময়েই ভোট-পরবর্তী হিংসায় পূর্ব কলকাতার কাঁকুড়গাছির অভিজিৎ খুন হন। নিহত পরিবারের অভিযোগ, -‘ফল প্রকাশের পরেই গলায় তার পেঁচিয়ে ও পিটিয়ে মেরে ফেলা হয় অভিজিৎকে’। প্রথমে নারকেলডাঙা থানার পুলিশ ওই ঘটনার তদন্ত চালাচ্ছিল। পরে হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে।সম্প্রতি এই মামলায় একটি অতিরিক্ত চার্জশিট জমা করে সিবিআই। গত শুক্রবার নিম্ন আদালত এই মামলায় নারকেলডাঙা থানার তৎকালীন পুলিশ অফিসার রত্না এবং এক হোমগার্ড দীপঙ্করকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। ওই সময় নিম্ন আদালতের বিচারক জানিয়েছেন , ”রক্ষকই ভক্ষক হয়ে গেলে সমাজের কী হবে?” এবার ওই মামলায় অভিযুক্ত পুলিশকর্মী এবং হোমগার্ড জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন।আজ অর্থাৎ মঙ্গলবার এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে।