জুয়েলার্স সচেতনতা কার্যক্রম তথা অ্যাওয়ারনেস ক্যাম্প

সেখ সামসুদ্দিন, ১৩ জানুয়ারিঃ ভারতীয় মানিক ব্যুরো পূর্ব ক্ষেত্রীয় কার্যালয় কলকাতার আয়োজনে বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতি মেমারি শাখার সহযোগিতায় জুয়েলার্স সচেতনতা কার্যক্রম তথা অ্যাওয়ারনেস ক্যাম্প করা হয় মেমারি শহরের একটি অনুষ্ঠান হলে। উপস্থিত ছিলেন কলকাতা ব্রাঞ্চ অফিস ২ এর হেড এন্ড ডআইরএক্টর অনিন্দ্য চক্রবর্তী, এস এস এ অলকা কুমারী, এইচ এম এ নিতু কুশ্বহা, বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতি মেমারি শাখার সভাপতি বৃন্দাবন পাল, সম্পাদক রাজেন্দ্র প্রসাদ পাল সহ সকল সদস্য স্বর্ণ ব্যবসায়ীবৃন্দ। এখানে হলমার্ক, লাইসেন্স সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। কি কি করা যাবে বা কি করলে দন্ডনীয় অপরাধ হবে, সার্বিক বিষয়ে আলোকপাত করা হয়।

Leave a Reply