জীবন নদী

মুনমুন মুখার্জ্জী

জীবনটা যেন নদীর মতো
বয়ে চলে এঁকেবেঁকে,
শত দুঃখ জমা করে রাখে
নিজেই নিজের বুকে।
আঁচড়ে আঁচড়ে ক্ষতবিক্ষত
তবুও এগিয়ে চলে,
ভালোবাসা তাই দূর্বল হলে
ঢাকা থাকে মনের তলে।
পাহাড়-পর্বত, চড়াই-উৎরাই
ডিঙিয়ে যায় অনায়াসে,
বাধা তবুও ঘিরে ধরে তাকে
সুযোগ পেলে দিনের শেষে।
বড় বড় পাথর গুঁড়িয়ে জীবন
এগিয়ে চলে পথ করে,
ষড়যন্ত্রের জালে রুদ্ধ হলে
সময়ের হাতটাই ধরে।
সবার অলক্ষ্যে বুক খালি করে
বৃষ্টির ছোঁয়া পেলে,
প্রয়োজনে নতুন পথ বেছে নেয়
গতিপথ স্তব্ধ হলে।
নিজের লক্ষ্যে অটল থেকে
অবিচল বয়ে চলে,
কখনো চুপিসারে, কখনো বা গর্জে
প্রতিবাদের কথাও বলে।

Leave a Reply