জাল ভ্যাক্সিন মামলায় সিবিআই চাইছেন দেবাঞ্জন, আগামী সপ্তাহে শুনানি? 

মোল্লা জসিমউদ্দিন

জাল ভ্যাকসিন মামলায় কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দাখিল করেছেন অভিযুক্ত দেবাঞ্জন দেব। এবার তাঁর দায়ের করা মামলা শোনার ইঙ্গিত দিলেন কলকাতা হাইকোর্টের  বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। দেবাঞ্জনের অভিযোগ, -‘কলকাতা পুলিশ তদন্তের নামে যাবতীয় তথ্য প্রমাণ নষ্ট করেছে’।জাল ভ্যাকসিন মামলার তদন্তে নেমে পুলিশ যাঁকে গ্রেফতার করেছিল, জামিনে মুক্তি পাওয়ার পর সেই অভিযুক্তই পুলিশের বিরুদ্ধে বড় অভিযোগ আনলেন!এ ব্যাপারে সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিযুক্ত দেবাঞ্জন দেব।আদালত সূত্রে  প্রকাশ , জাল ভ্যাকসিনের অভিযোগে ২০২০ সালে দেবাঞ্জন দেবকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। প্রায় তিন বছর জেল খাটার পর জামিনে মুক্তি পেয়েছেন তিনি।আদালতে দায়ের করা অভিযোগপত্রে দেবাঞ্জনের দাবি, -‘কলকাতা পুলিশ তদন্তের নামে যাবতীয় তথ্য প্রমাণ নষ্ট করেছে। তদন্ত ঠিকঠাক হলে অনেক প্রভাবশালী এই মামলায় অভিযুক্ত হত। কিন্তু কলকাতা পুলিশ তাদের বাঁচাতে যাবতীয় নথি নষ্ট করেছে’।এরপরই মামলাটি গ্রহণ করে আগামী সপ্তাহে শুনানির ইঙ্গিত দিয়েছেন বিচারপতি। তবে এ ব্যাপারে কলকাতা পুলিশের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।তদন্ত ঠিকঠাক হলে অনেক প্রভাবশালীর নাম এই মামলার সঙ্গে জড়িয়ে পড়ত। কিন্তু কলকাতা পুলিশ তাঁদের বাঁচাতে যাবতীয় নথি নষ্ট করেছে, বলে তাঁর অভিযোগ করেন তিনি। সেই কারণে তিনি গত বছর কলকাতা হাইকোর্টে মামলা করে জাল ভ্যাকসিন মামলায় কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে সিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়ার আবেদন করেন। আগামী সপ্তাহে ফের এই মামলার বিষয়টি মেনশন করার নির্দেশ দেন বিচারপতি ঘোষ। উল্লেখ্য, ভুয়ো আইএএস অফিসার তথা কলকাতা পুরসভার অতিরিক্ত কমিশনারের মিথ্যে পরিচয়ে শহরের কসবা এলাকায় একাধিক শিবির করে করোনা ভ্যাকসিন দেওয়ার অভিযোগে ২০২১ সালের ২৪ জুন দেবাঞ্জন দেবকে গ্রেফতার করে পুলিশ। যাদবপুরের তৎকালীন সাংসদ মিমি চক্রবর্তীর নির্দেশে দেবাঞ্জন সহ ৮ জনের বিরুদ্ধে কসবা সহ মোট ১১টি থানায় মামলা দায়ের করা হয়। ওই ঘটনার জেরে প্রায় ৩ বছর জেলে ছিলেন দেবাঞ্জন। সম্প্রতি তিনি জেল থেকে মুক্তি পেয়েছেন। তারপরই তিনি ফের আদালতের দ্বারস্থ হয়েছেন। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে। 

Leave a Reply