খায়রুল আনাম,
বীরভূম : মল্লারপুরের বীরচন্দ্রপুর বাজার এলাকা থেকে ৩০ টি ৫০০ টাকার জাল নোট-সহ শেখ তাজমুল নামে এক যুবককে গ্রেপ্তার করলো মল্লারপুর থানার পুলিশ। স্থানীয় জাবুনি গ্রাম থেকে শেখ পিয়ারুল নামে এক জাল নোটের কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ শেখ তাজমুলের সন্ধান পায় বলে জানা গিয়েছে। গ্রামাঞ্চলে এখন ধান কেনাবেচার বাজার চলছে। সেই সুযোগকে কাজে লাগিয়েই এরা পার্শ্ববর্তী মুর্শিদাবাদ জেলা থেকে এই ৫০০ টাকার জাল নোটগুলি আমদানি করে বলে জানা গিয়েছে। প্রতিটি ৫০০ টাকার জাল নোট এরা ২০০ টাকায় কিনে এই কারবার চালাতো। অর্থাৎ , একটি ৫০০ টাকার জাল নোট চালাতে পারলে এদের ৩০০ টাকা লাভ থাকে।