জামিন চেয়ে হাইকোর্টে টালা থানার প্রাক্তন ওসি
মোল্লা জসিমউদ্দিন ,
অবশেষে কলকাতা হাইকোর্টের দারস্থ হলেন টালা থানার প্রাক্তন ওসি।প্রায় আড়াই মাস আগে তাঁকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছেন। চলতি সপ্তাহে টালা থানার প্রাক্তন ওসির জামিনের আবেদনের শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে ।গত ৯ অগস্ট আরজি করের সেমিনার হলঘর থেকে এক জুনিয়র ডাক্তারের দেহ উদ্ধার হয়। ‘তিলোত্তমা’-র নৃশংস পরিণতির প্রতিবাদে আন্দোলনে নামেন জুনিয়র ডাক্তাররা। সরব হন সাধারণ মানুষজন। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। কিন্তু, পুলিশি তদন্ত নিয়ে প্রশ্ন উঠে। কলকাতা হাইকোর্টে মামলা হয়। হাইকোর্টের নির্দেশে তদন্তভার হাতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।একাধিকবার জিজ্ঞাসাবাদের পর গত ১৪ সেপ্টেম্বর তিলোত্তমা কাণ্ডে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। তিলোত্তমা কাণ্ডের সময় একজন আরজি করের অধ্যক্ষ ছিলেন। অন্যজন ছিলেন ঘটনাস্থল অর্থাৎ টালা থানার পুলিশ। সিবিআই জানায়, প্রমাণ লোপাটের অভিযোগে ওই দু’জনকে গ্রেফতার করা হয়েছে।সেই গ্রেফতারির পর প্রায় আড়াই মাস কেটে গিয়েছে। এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন টালা থানার প্রাক্তন ওসি। জামিনের আবেদন জানালেন। কলকাতা হাইকোর্ট তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে কি না? সেটাই দেখার। মঙ্গলবার হাই কোর্টে মামলা দায়ের করেছেন তিনি। চলতি সপ্তাহে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি হতে পারে।