জামালপুর বিধানসভা এলাকায় তৃণমূল প্রার্থীর প্রচার
সেখ সামসুদ্দিন, ৩০ মার্চঃ বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ শর্মিলা সরকারের সমর্থনে জামালপুর বিধানসভা এলাকায় প্রচার কর্মসূচি করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক তৃণমূল কংগ্রেস প্রার্থী শর্মিলা সরকার, জামালপুর বিধানসভার বিধায়ক অলক মাঝি, তৃণমূল কংগ্রেস সভাপতি মেহমুদ খান সহ সর্বস্তরের নেতৃত্ব। সকাল ১০ টায় বিপত্তারিণী মন্দিরে পুজো দিয়ে গুহ মার্কেট পর্যন্ত বাড়ি বাড়ি জনসংযোগ করা হয়। এই কর্মসূচিতে রাস্তায় বিভিন্ন মোড়ে মোড়ে এলাকাবাসীরা ফুল ও মালা নিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। ব্লক সভাপতি মেহমুদ খান জানান দুপুর ২টায় কারবালাঘাট কোল্ড স্টোরেজে কর্মী বৈঠক, বিকাল ৪টায় কারালাঘাট থেকে গুহ মার্কেট পর্যন্ত পদযাত্রা, বিকাল ৬টায় গুহ মার্কেটে ইফতার পার্টি এবং সন্ধ্যা ৭টায় মহিন্দ্রা গ্রামের শ্মশান কালী মন্দিরে পুজো দিয়ে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করবেন প্রার্থী। শর্মিলা সরকার জানান তিনি যেখানেই যাচ্ছেন মানুষের ভালোবাসা পাচ্ছেন। তিনি আশা করছেন মানুষ তাকে নির্বাচিত করে দিল্লি পাঠাবেন তাদের বিভিন্ন দাবিদাওয়া আদায়ে। বিরোধী প্রার্থীর গানবাঁধাকে কেন্দ্র করে বলেন উনি বয়স্ক মানুষ, উনি উনার মত প্রচার করছেন, আমি তাকে সম্মান জানাই। আমি আমার মত প্রচার করছি, কে কি করছে তাতে আমার কোন ভ্রূক্ষেপ নেই। বিধায়ক অলক মাঝি বলেন রাজ্য সরকারের জনমুখী বিভিন্ন প্রকল্পের সুবিধা মানুষ পাচ্ছে। সুতরাং সাধারণ মানুষের সঙ্গে ২৪ ঘন্টা তারা পাশে আছেন। মানুষ তাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করবেন। বিজেপি প্রার্থীদের ওয়াই – জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে বিষয়ক প্রশ্নে জানান, তারা মানুষের সঙ্গে থাকেনা, মানুষের সঙ্গে ভাওতা দেন। সুতরাং তাদের তো নিরাপত্তা দরকার থাকবেই। তবে বিষয়টি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণে রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন বলে জানান। এই কর্মসূচিতে মতুয়া সম্প্রদায়ের পক্ষ থেকে বিজেপি প্রার্থীর কুবাক্যের বিরোধিতা করা হয় এবং ডাঃ শর্মিলা সরকারের প্রতি তাদের সমর্থনের বার্তা দেন।