বিদ্যালয়ের ৭১ তম প্রতিষ্ঠা দিবস পালন
জাহির আব্বাস:
পূর্ব বর্ধমানের জামালপুরের বেরুগ্রাম আচার্য্য গিরিশ চন্দ্র বসু বিদ্যাপীঠের ৭১ তম প্রতিষ্ঠা দিবস পালিত হয় মঙ্গলবার। ইতিহাস খ্যাত ব্যক্তি গিরিশ চন্দ্র বসু যিনি এই বেরুগ্রামেই জন্মগ্রহণ করেন। ভারতের স্বাধীনতা আন্দোলনে তাঁর বিশেষ ভূমিকা ছিল। কলকাতায় প্রতিষ্ঠা করেছিলেন বঙ্গবাসী কলেজ। তাঁরই সুযোগ্য পুত্র প্রশান্ত কুমার বসু বিদ্যালয়কে তাঁদের স্থাবর সম্পত্তির বেশ কিছু অংশ দান করে যান। বিদ্যালয়ে তাঁর ছবিতে ও পুত্র প্রশান্ত কুমার বসুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শেখ নূর আলী, বিপ্লব ঘোষ, দেবাশীষ মালিক, ভোলানাথ নস্কর, সোমা হালদার, লক্ষীরানী দে, মঙ্গল মুর্মু সহ এলাকার কিছু অভিভাবক। শিক্ষক-শিক্ষিকারা তাঁদের বক্তব্যে শ্রদ্ধার সঙ্গে এই দুই বরেণ্য ব্যক্তিকে স্মরণ করেন।

Leave a Reply