সেখ সামসুদ্দিন, ১৮ এপ্রিলঃ পূর্ব বর্ধমান জেলার জামালপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন হলো জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটি। এই স্বেচ্ছাসেবী সংস্থার পরিচালনায় এক ঐতিহাসিক ইফতার পার্টির আয়োজন করা হয়। প্রায় ৩০০০ রোজাদার আজকে এখানে ইফতার করেন। অনুষ্ঠানটি হয় জামালপুর নেতাজী ময়দানে। এই ইফতার পার্টি উপলক্ষে আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের তৃণমূলের জেলা সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, সারাক্ষণ পূর্ব বর্ধমান পুলিশ সুপার কামনাশীষ সেন, এসডিপিও সুপ্রভাত চক্রবতী, সি আই শ্যামল চক্রবর্তী, জামালপুর থানার ওসি রাকেশ সিং, ধনেখালির বিধায়িকা অসীমা পাত্র, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, জামালপুরের বিধায়ক আলোক কুমার মাঝি, জেলা পরিষদের সহকারি সভাধিপতি দেবু টুডু, বিডি এর চেয়ারপারসন কাকলি তা, জেলা পরিষদের নারী ও শিশু কর্মাধ্যক্ষ মিঠু মাঝি, কৃষি কর্মাধ্যক্ষ মহঃ ইসমাইল, জামালপুরের বিডিও শুভঙ্কর মজুমদার, জয়েন্ট ভিডিও গৌতম কুমার দত্ত, স্বাস্থ্য অধিকর্তা ডক্টর ঋত্বিক ঘোষ, রায়না ১ ব্লক সভাপতি বামদেব মন্ডল, ব্রাহ্মণ সম্প্রদায়ের পক্ষ থেকে অমিত চক্রবর্তী এবং যিনি ইফতার করালেন সেই মুসলিম সম্প্রদায়ের নওশাদ আলী সাহেব, জন কল্যাণ সোসাইটির সভাপতি মেহেমুদ খান ও কোষাধক্ষ্য ভূতনাথ মালিক সহ্য অন্যান্যরা। প্রায় ৩০০০রোজদার খুশিমনে এখানে একসঙ্গে ইফতার করলেন । এই ইফতার পার্টিতেও সরব ধর্ম সমন্বয় চোখে পড়লো।একই মঞ্চে অবস্থান করছেন ব্রাহ্মণ সম্প্রদায় এবং ইসলাম সম্প্রদায়ের মানুষেরা। সকল আমন্ত্রিত অথিতিই প্রত্যেক রোজাদারদের শুভেচ্ছা ও ঈদের আগাম শুভেচ্ছা জানান। মেহেমুদ খান সকল রোজাদার দের ধন্যবাদ জানান তাঁর আমন্ত্রণে আসার জন্য।

Leave a Reply