জামাই ষষ্ঠী

         ** দিলীপ রঞ্জন ভাদুড়ী।

জামাই গেল শ্বশুর বাড়ী
নিয়ে চারা গাছ,
তাই দেখে শ্বশুর মশায়ের
মুখে পড়ল ভাঁজ।
শালী বলল ” জামাই বাবু”
জোড়া ইলিশ চাই,
আর এক হাতে মিষ্টির হাঁড়ি
সেটাও কেন নাই?
জামাই বলে”তুমি দেখছি
বড্ড পাড়া গেঁয়ে,
পরিবেশ দিবস আজ পড়েছে
তাও জানে না মেয়ে!
গাছ এনেছি ,গাছ লাগাবে
গোঁড়ায় দেবে জল,
তোমার বিয়ের পরে এসে
জামাই খাবে ফল।
সে কি কথা, জামাই বাবু
দুই পরবের ধাক্কা,
তোমার কপাল দেখছি খারাপ
খেয়ে যেও নুডুলস হাক্কা।
জামাই দেখেন মহা বিপদ
পাবেন না পাতে খাসি,
শ্বশুর দেখেন জামাইয়ের মুখে
শুষ্ক কেমন হাঁসি!
*** *** ***

Leave a Reply