সেখ নিজাম আলম,

;মঙ্গলবার জাতীয় কংগ্রেসের ১৩৬ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মানকর হাটতলায়  বিশেষ সভা ও মূর্তি উন্মোচনের ব্যাবস্থা করা হয়। মানকর অঞ্চল কংগ্রেস কমিটির উদ্যোগে মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর মূর্তি উন্মোচন করা হয় মানকর হাটতলায়।উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের নেতা ঋজু ঘোষাল,পশ্চিম বর্ধমানের সাধারণ সম্পাদক পামলু মজুমদার, পশ্চিম বর্ধমানের সাধারণ সম্পাদক দেবাশীষ বিশ্বাস, দূর্গাপুর ১ ব্লকের সভাপতি রবীন গাঙ্গুলী,বুদবুদ ব্লকের সভাপতি জয়গোপাল দে,পূর্ব বর্ধমানের সহ সভাপতি ডালিম মন্ডল প্রমূখ। উক্ত অনুষ্ঠানে যারা অসহায় করোনা আক্রান্তের পাশে দাঁড়িয়েছিল, তাদেরকে সম্বর্ধনা করা হয়।

Leave a Reply