শনিবার ছিলো জাতীয় আইনি পরিষেবা দিবস” পালিত হলো জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ পূর্ব বর্ধমানের উদ্যোগে ও বর্ধমান সহযোদ্ধা এবং জন সাহস (এন.জি.ও) সহযোগিতায়।
ওইদিন বিভিন্ন রকম সামাজিক সচেতনতার মাধ্যমে ৯ই নভেম্বর ২০২৫ রবিবার “জাতীয় আইনি পরিষেবা দিবস” পালিত হলো। । অনুষ্ঠানে বর্ধমান জজকোর্ট থেকে টাউন হল পর্যন্ত একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয় পাশাপাশি বর্ধমান কার্জন গেটে ” নারী পাচার” বিষয়ক একটি পথনাটিকার মাধ্যমে পথ চলতি সাধারণ মানুষদের সচেতন করা হয়। এছাড়াও সিএমএস স্কুল মাঠে “নাবালিকার বিয়ে” নামক একটি নাটকের মাধ্যমে বাল্যবিবাহের খারাপ দিকগুলি তুলে ধরা হয়। এই নাটকে বিশেষভাবে যে দিকটা তুলে ধরা হয় প্রতিবেশীর কথায় একটি নাবালিকা মেয়েকে তার পরিবার কিভাবে বিয়ে দেওয়ার পর নাবালিকা দিনের পর দিন অত্যাচারিত হয় এবং সবশেষে নাবালিকাকে অত্যাচারের ফলে সে মারা যায়, এবং সর্বোপরি এটাই বার্তা দেওয়া হয়েছে যে কম বয়সের বিয়ে এটি অপুষ্টি জনিত শিশুর জন্ম দিতে পারে তাই কম বয়সে বিয়ে সমাজের একটি ব্যাধির আকার ধারণ করে।।
ওইদিনের এই নাটকের নাবালিকা তার পরিবারের কাছে অনুরোধ জানিয়েছিল সে পড়তে চায় সে খেলাধুলা করতে চায়, তার মা যেন তার বিয়ে এখন না দেয়। এই নাটকটিতে অভিনয় কুশলীদের দ্বারা অভিনীত অংশে সকলের হৃদয় ছুঁয়ে গিয়েছে।
