সেখ সামসুদ্দিন, ১৬ জানুয়ারিঃ জাতীয় স্তরে আল্পনা অঙ্কন প্রতিযোগিতায় কালনা কলা সঙ্গম আর্ট স্কুলের একসাথে একুশজন ছাত্রছাত্রী অংশ গ্রহণ করে। কালনার কলা সঙ্গম অঙ্কন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে কালনার পুরাতন বাসস্ট্যান্ড কর্মতীর্থ ছাদে আল্পনার মাধ্যমে ফুটিয়ে তোলা হয় স্বাধীনতা সংগ্রামীদের চিত্র। জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় একধাপ এগোয় কালনার এই অঙ্কন কেন্দ্রের ছাত্র ছাত্রীরা। আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের আগে দেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক রঙ্গোলির মাধ্যমে এদিনের এই অনুষ্ঠানে একুশ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। এদিনের এই অনুষ্ঠানে হাজির ছিলেন কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ, কলা সঙ্গম স্কুলের শিক্ষক শুভেন্দু রায় সহ কলা সঙ্গম অঙ্কন স্কুলের ছাত্রছাত্রীরা। এদিন বিধায়ক দেবপ্রসাদ বাবু বলেন, গত কয়েক বছর ধরে তারা অক্লান্ত পরিশ্রম করে, অঙ্কন শিখিয়ে ছাত্রছাত্রীদের তৈরি করে আসছেন। প্রত্যেকটি আলপনার মধ্য দিয়ে তাদের কাজ তারা ফুটিয়ে তুলেছেন বেশ ভালো উদ্যোগ এটি।

Leave a Reply