জাতীয় আইনি পরিসেবা দিবস উপলক্ষে পদযাত্রা সিউড়ি শহরে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম
১৯৮৭ খ্রিস্টাব্দে ভারতীয় আইনি পরিষেবা সম্পর্কিত আইন তথা “লিগ্যাল সার্ভিসেস অথরিটি অ্যাক্ট -১৯৮৭” দিনটিকে স্মরণ করে রাখতে প্রতি বছর ৯ নভেম্বর বিভিন্ন ধরনের সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে পালন করা হয়। সেরূপ এদিন বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে দিনটি উৎযাপন করেন। সিউড়ি এসপি মোড় থেকে বিভিন্ন ধরনের সচেতনতামূলক পোষ্টার ব্যানার বাদ্যযন্ত্র সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রা কোর্ট মোড় পর্যন্ত পরিক্রমা করে। পদযাত্রার অগ্রভাগে ছিলেন বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব ও জজ নিরুপমা দাস ভৌমিক, অধিকার মিত্র মহম্মদ রফিক, সিউড়ি মহিলা থানার এসআই সুমনা দে, ট্রাফিক ওসি অবাইদুর রহমান এছাড়াও সিউড়ি থানার পক্ষ থেকে উইনার টিম ও পিঙ্ক মোবাইল টিম এবং সিউড়ি বিদ্যাসাগর কলেজের এনসিসি বাহিনী। আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের বিভিন্ন বিধান এবং মামলা কারীদের অধিকার সম্পর্কে জনগণকে সচেতন করার লক্ষ্যে মূলত এদিন আইনি পরিসেবা দিবস পালিত হয়ে থাকে। প্রতিটি বিচারব্যবস্থা লোক আদালত আইন সহায়তা শিবির এবং আইনি সহায়তা কর্মসূচির আয়োজন করে থাকে বলে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত জানিয়েছেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব ও জজ নিরুপমা দাস ভৌমিক। আরও জানা যায় যে,দিনটি পালনের প্রধান উদ্দেশ্য হল সমাজের দুর্বল এবং দরিদ্র অংশগুলিকে বিনামূল্যে আইনি সহায়তা এবং পরিষেবা সম্পর্কে সচেতন করা। অর্থনৈতিক বা অন্যান্য বাধার কারণে কোনো নাগরিক ন্যায়বিচার থেকে যেন বঞ্চিত না হন। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী আইনি সচেতনতা শিবির, কর্মশালা এবং অন্যান্য কর্মসূচি আয়োজন করা হয়। যেখানে জনগণকে তাদের আইনি অধিকার এবং এই পরিষেবাগুলি পাওয়ার পদ্ধতি সম্পর্কে অবহিত করা হয়।

Leave a Reply